প্রবীর চক্রবর্তী: তৃণমূলের জরুরি বৈঠক। দলের রাজ্যসভা ও লোকসভার সাংসদদের হাজির থাকার নির্দেশ দেওয়া হল দিল্লিতে। কবে? আগামীকাল মঙ্গলবার। সূত্রের খবর তেমনই।
তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১.৪৫ মিনিটে দিল্লির সাউথ অ্যাভেনিউতে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডেকে তৃণমূলের সংসদীয় দল। লোকসভা তো বটে, বৈঠকে হাজির থাকতে রাজ্যসভার সাংসদ। তবে কী নিয়ে বৈঠক, সে বিষয়ে সাংসদের কিছু জানানো হয়নি। অপারেশন সিদুঁরের পর লোকসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে এই বৈঠক থেকে সাংসদে প্রতিনিধিদলকে রাষ্ট্রপতির কাছে বা অন্য কোথাও পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, 'অসম, বিহার থেকে বাংলায় লোক ঢুকছে। আমাদের লোকের আধার নম্বর-সহ ডিটেলস নিয়ে চলে যাচ্ছে'। জেলাশাসক-সহ ভোটার লিস্টের কাজের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিকদের সতর্ক থাকার বার্তাও দিয়েছিলেন তিনি।
তৃণমূলের অভিযোগ, 'এনজিও-র নাম করে কিছু সংস্থা ঙোটারদের তথ্য সংগ্রহ করছে। এমনকী, বাদ যাচ্ছেন নেতা-মন্ত্রীর হোয়াটসঅ্যাপ ঢুকেও দলের অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করা হচ্ছে'। দলের তরফে রীতিমতো নির্দেশিকা জারি করে নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)