Home> কলকাতা
Advertisement

KMC Election: 'কলকাতার ১০ দিগন্ত', পুরভোট উপলক্ষে ইশতেহার প্রকাশ তৃণমূলের

কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে?

KMC Election: 'কলকাতার ১০ দিগন্ত', পুরভোট উপলক্ষে ইশতেহার প্রকাশ তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন : পুরভোট উপলক্ষে ইশতেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। ইশতেহার প্রকাশ করে সুব্রত বক্সী বলেন, ইশতেহার হচ্ছে দলের সম্পদ। যেখানে কাজ শেষ হয়েছিল। সেখান থেকেই কাজ শুরু হবে। ইশতেহারে কলকাতা পুরভোটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 'কলকাতার ১০ দিগন্ত' নামে একটি প্রকল্পের কথাও বলা হয়েছে।

কী কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে?

টালিগঞ্জ, যাদবপুরে জল সমস্যা সমাধান করা হবে।

গর্তবিহীন কলকাতার রাস্তায় নজর। 

নিকাশি ব্যবস্থায় নজর, ২০০টি অতিরিক্ত পাম্প বসানো হবে যাতে জল না জমে।

স্বাস্থ্যকেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই হবে ডায়াগনস্টিক সেন্টার।

৩০টি ডেঙ্গু নির্ধারণ কেন্দ্র তৈরি হবে।

গৃহহীনদের রাত্রিবাসের জন্য ১২টি কেন্দ্র তৈরি করা হবে।

ঘাট, বাজার, পার্ক পরিষ্কার রাখা হবে।

প্রতি ওয়ার্ডে কমিউনিটি হল হবে।

প্রতি ওয়ার্ডে লেডিস টয়লেট, পাশেই থাকবে বেবি কেয়ার রুম।

৫০০ এসি বাসস্টপ।

দ্রুত সমস্যা সমাধানে প্রতি ওয়ার্ডে।

পাড়ায় পাড়ায় নিষ্পত্তি সেল। যার মাথায় থাকবেন মুখ্য়মন্ত্রী নিজে।

'সমাধান অ্যাপে'র মাধ্যমে ১৪ দিনেই সমস্যা সমাধান।

যে কোনও দরকারেই আর KMC ছুটতে হবে না। সব দফতরেই অনলাইনে আবেদন।

রাজ্যে ১০০টি ইংলিশ মিডিয়াম স্কুল করা হবে।

আরও পড়ুন, গোয়াতেও এবার 'লক্ষ্মীর ভাণ্ডার' তৃণমূলের! মাসিক ভাতা বাংলার থেকে অনেক বেশি

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

Read More