Home> কলকাতা
Advertisement

Loksabha Election 2024 | TMC: চব্বিশে ভোটের আগে ব্রিগেডে সমাবেশ তৃণমূলের!

দোরগোড়ায় লোকসভা ভোটে। কেন্দ্রীয় 'বঞ্চনা'র প্রতিবাদে এবার ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল। কবে? ১০ মার্চ। দলের ফেসবুক পেজে বদলে ফেলা হল ডিপিও।

Loksabha Election 2024 | TMC: চব্বিশে ভোটের আগে ব্রিগেডে সমাবেশ তৃণমূলের!

প্রবীর চক্রবর্তী: দোরগোড়ায় লোকসভা ভোটে। কেন্দ্রীয় 'বঞ্চনা'র প্রতিবাদে এবার ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল। কবে? ১০ মার্চ। পোস্টার প্রকাশ করা হল দলের ফেসবুক পেজে। 

আরও পড়ুন:  Anandapur Fire: রবিবারের সকালে হাহাকার আনন্দপুরে, পুড়ে ছাই বহু ঝুপড়ি

১ বছর পার। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে লাগাতার আন্দোলনে তৃণমূল। কখনও দলের সাংসদদের নিয়ে দিল্লিতে গিয়েছেন অভিষেক, তো কখনও আবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মমতা। এমনকী, ২ দিন ধরে ধরনাও দিয়েছে কলকাতার রেড রোডে! সেই ধরনা মঞ্চ থেকে একশোর দিনের প্রকল্পে শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কবে? ১ মার্চ থেকে অ্য়াকাউন্ট টাকা দেবে রাজ্য সরকার।

এদিকে লোকসভা ভোটেরও আর বেশ দেরি নেই। সন্দেশখালিকাণ্ডে যখন রাজ্য-রাজনীতি, তখন বাংলা থেকে প্রচার শুরু করছেন মোদী! আগামী মাসে ৩ সভা করবেন মোদী। এই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় বঞ্চনা'র প্রতিবাদে ব্রিগেডে সমাবেশ করার সিদ্ধান্ত নিল তৃণমূল। নাম, 'জনগর্জন সভা'।

আরও পড়ুন: Nandigram Fire: নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন, গোষ্ঠীকোন্দল বলে সরব তৃণমূল

এর আগে, রাজ্যে পালাবদলের পর ২০১১ সালে ব্রিগেডে ২১ জুলাইয়ে সমাবেশ করেছিল তৃণমূল। ব্রিগেডে সমাবেশ হয়েছিল ২০১৯-র লোকসভা ভোটে আগেও। সেই সমাবেশে যোগ দিতে কলকাতায় এসেছিলেন বিরোধী দলের নেতারা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More