জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেলা বা ব্লকস্তরে এখনই রদবদলের সম্ভাবনা কম! রাত পোহালেই তৃণমূলের রাজ্য সম্মেলন। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের ভোটে কী বার্তা দেবেন তিনি? সেদিকেই নজর তৃণমূল নেতা-কর্মীদের।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। কোন পথে তৃণমূল? আগামিকাল, বুধবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাসকদলের মেগা বৈঠক। কার থাকবেন বৈঠক? দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সঙ্গে রাজ্যের সব নেতা, সাংসদ, বিধায়ক, মেয়র, কাউন্সিলর এমনকী পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরাও। এছাড়াও আমন্ত্রিত প্রায় ১৫ হাজার প্রতিনিধি।
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'সর্বস্তরের প্রতিনিধিরা থাকবে, দিদি যেটা ভেবেছেন। তিনি যে বার্তা দেবেন, তারজন্য় আমরা অঞ্চল পর্যন্ত সংযোজন করতে পেরেছি। বারো থেকে চোদ্দ হাজার লোক হয়তো আসবে। ইন্ডোর স্টেডিয়ামে বাইরে অনেকগুলি এলইডি স্ক্রিন রাখছি। জায়গা যদি কোন কারণে সংকুলান না হয়, দিদির বক্তব্য ইন্ডোর স্টেডিয়ামে ওখান থেকে শুনবেন'।
এদিকে তৃণমূলের রাজ্য সম্মেলনে আগে রদবদল নিয়ে জল্পনা তুঙ্গে। গত ১০ ফেব্রুয়ারি তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে যাঁরা নিজেদের বিধানসভা এলাকায় রদবদল চান, সেইসব বিধায়কদের ৩ জনের নাম জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। সময়সীমা ১৫ দিন।
তৃণমূল সূত্রে অবশ্য় খবর, এই জেলা সম্মেলন থেকে জেলা বা ব্লক স্তরে রদবদলের সম্ভাবনা কার্যত নেই। রাজ্য বা জাতীয় স্তরে বদলে হলে, তা ঘোষণা করা হতে পারে। তবে এই সম্মেলনের পরেই দলে রদবদলের প্রক্রিয়া শুরু হবে। জয়প্রকাশ বলেন, 'আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এক্তিয়ারের ব্য়াপার। তিনি নিজেও বলেছেন, তিনি নিজেই দেখবেন, তিনিই করবেন। সেটা নিয়ে কোনও আগাম পূর্বাভাস বা কোনও মন্তব্য করা উচিত নয়, শোভন নয় এবং সম্ভব নয়'।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)