Home> কলকাতা
Advertisement

সম্ভবত আজ ফের সিবিআই দফতরে হাজিরা দেবেন শঙ্কুদেব পণ্ডা

আজ ফের সিবিআই দফতরে হাজিরা দিতে পারেন শঙ্কুদেব পণ্ডা। গত বুধবার তাঁকে দফায় দফায় জেরার পরও সন্তুষ্ট হয়নি সিবিআই। সারদা তদন্তে তাঁর বয়ানে অসঙ্গতি মেলে। তিনি তথ্য গোপন করছেন বলে সন্দেহ গোয়েন্দাদের। এরপরই সমস্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট, স্যালারি স্লিপ, সারদার সঙ্গে চুক্তির নথি নিয়ে শঙ্কুদেবকে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়। গতবার দু দফায় প্রায় ৫ ঘণ্টা জেরার মুখে পড়েন তৃণমূলের সাধারণ সম্পাদক। সারদা গোষ্ঠীর মালিকানাধীন চ্যানেল টেনের অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন শঙ্কু। সিবিআই জেনেছে, সারদার আরেকটি চ্যানেল, এখন সময়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। দুটি চ্যানেল থেকেই নগদে ও চেকে টাকা নিতেন শঙ্কুদেব। আড়াই বছরে যার পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। এর বাইরে আরও টাকা শঙ্কু পেয়েছেন কিনা তা খতিয়ে দেখছে সিবিআই।  

সম্ভবত আজ ফের সিবিআই দফতরে হাজিরা দেবেন শঙ্কুদেব পণ্ডা

ওয়েব ডেস্ক: আজ ফের সিবিআই দফতরে হাজিরা দিতে পারেন শঙ্কুদেব পণ্ডা। গত বুধবার তাঁকে দফায় দফায় জেরার পরও সন্তুষ্ট হয়নি সিবিআই। সারদা তদন্তে তাঁর বয়ানে অসঙ্গতি মেলে। তিনি তথ্য গোপন করছেন বলে সন্দেহ গোয়েন্দাদের। এরপরই সমস্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট, স্যালারি স্লিপ, সারদার সঙ্গে চুক্তির নথি নিয়ে শঙ্কুদেবকে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়। গতবার দু দফায় প্রায় ৫ ঘণ্টা জেরার মুখে পড়েন তৃণমূলের সাধারণ সম্পাদক। সারদা গোষ্ঠীর মালিকানাধীন চ্যানেল টেনের অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন শঙ্কু। সিবিআই জেনেছে, সারদার আরেকটি চ্যানেল, এখন সময়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। দুটি চ্যানেল থেকেই নগদে ও চেকে টাকা নিতেন শঙ্কুদেব। আড়াই বছরে যার পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। এর বাইরে আরও টাকা শঙ্কু পেয়েছেন কিনা তা খতিয়ে দেখছে সিবিআই।  

Read More