Home> কলকাতা
Advertisement

রাত পোহালেই একুশের ২৫ শে পা

রাত পোহালেই একুশের ২৫ শে পা

ওয়েব ডেস্ক: রাত পোহালেই ২৫ শে পা। একুশে জুলাই সমাবেশে রেকর্ড ভিড়ের অপেক্ষা ধর্মতলা চত্ত্বর। থ্রিটিয়ার স্টেজ রেডি। পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ ২১শে জুলাই সমাবেশ সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দলে দলে তৃণমূল কর্মী সমর্থক কলকাতায় আসতে শুরু করেছেন। দূরের জেলাগুলির যাঁরা এখনই পৌছে গেছেন, তাঁদের একাংশে থাকার ব্যবস্থা হয়েছে মিলনমেলা প্রাঙ্গনে। কিছু মানুষ রয়েছেন গীতাঞ্জলী স্টেডিয়ামে। রাত ও ভোরের ট্রেনেও শহরে পৌছবেন বহু মানুষ। কলকাতাগামী বিভিন্ন ট্রেনে বিকেল থেকে উপচে পড়া ভিড়। হাওড়া স্টেশনে জনস্রোত। রাতে মিলনমেলা প্রাঙ্গনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি।

Read More