Home> কলকাতা
Advertisement

Bratya Basu: ধর্মেন্দ্রের সঙ্গে বৈঠকে উপাচার্যরা; 'আশা করি, আদালত নজর রাখছে', ট্যুইট ব্রাত্যর

শহরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ। পাঁচতারা হোটেলে তাঁর সঙ্গে বৈঠকে হাজির  কলকাতা, উত্তরবঙ্গ-সহ ৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

Bratya Basu: ধর্মেন্দ্রের সঙ্গে বৈঠকে উপাচার্যরা; 'আশা করি, আদালত নজর রাখছে', ট্যুইট ব্রাত্যর

সুতপা সেন ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির উপাচার্যরা। সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির রেজিস্ট্রাররাও! 'আশা করি, আদালত নজর রাখছে', ট্যুইট করলেন ব্রাত্য বসু।

আরও পড়ুন: Governor CV Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে এবার মানহানির মামলা!

ঘটনাটি ঠিক কী? রাজ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করে চলেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যের দায়িত্বও পালন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজ্যের সঙ্গে সংঘাত যখন চরমে, তখনই  কলকাতায় এলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ।

এদিন শহরের একটি পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন কলকাতা, উত্তরবঙ্গ-সহ ৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। কী আলোচনা হল? সূত্রের খবর, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপাচার্যের মত বিনিময় করেন ধর্মেন্দ্র প্রসাদ।

ব্যবধান পাঁচদিনের। শুক্রবার রাজ্যের ৩১ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বৈঠকে ডেকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু বিকাশভবনে সেই বৈঠকে  হাজির ছিলেন ১২ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। আসেননি কেন? যে ১৯ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে শোকজ করেছে শিক্ষাদফতর, এদিন সেই রেজিস্ট্রাররাও ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে। 

 

এদিকে রাজ্য়পাল বিরুদ্ধে মানহানির মামলা করছেন তৃণমূলপন্থী প্রাক্তন উপাচার্যরা।  ৪ পাতার আইনি নোটিস পাঠানো হচ্ছে সিভি আনন্দ বোসকে।

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যা! দিনে ৪ বার বস্ত্রালঙ্কার বদল, ভোগে পোলাও-পায়েস-মিষ্টি..

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More