Home> কলকাতা
Advertisement

১০০ বছর পেরিয়েও রোলস রয়েস, বুইক, মরিস,অস্টিনরা এখনও গ্ল্যামারাস

১০০ বছর পেরিয়েও রোলস রয়েস, বুইক, মরিস,অস্টিনরা এখনও গ্ল্যামারাস

কারো বয়স ১০০ তো কারো বয়স তার চেয়েও বেশি। অথচ গ্ল্যামারে কোনও খামতি নেই। ঠিকরে বেরচ্ছে রঙের জেল্লা। সেজেগুজে সকলেই হাজির ফোর্ট উইলিয়ামে। উপলক্ষ্য, একটি সংবাদপত্রের উদ্যোগে আয়োজিত ভিন্টেজ কার Rally। রোলস রয়েস থেকে বুইক। মরিস থেকে অস্টিন। সবাই হাজির ছিল এই Rally-তে। এদেরই কেউ একসময় ছিল কোনও রাজপরিবারের সদস্য। কারও স্থান ছিল  কোনও ব্রিটিশ গভর্নর জেনারেলের বাড়িতে। হাত বদল হলেও, তাদের আদর যত্নে যে কোনও কমতি নেই, তা যেন দেখলেই বোঝা যায়। ফোর্ট উইলিয়াম থেকে শুরু হয়ে, শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে, ফের সেই ফোর্ট উইলিয়ামেই শেষ হয় Rally। শুধু চার চাকা নয়, আজ Rally-তে অংশ নিয়েছিল মোটারসাইকেলও। Rally-কে ঘিরে প্রতিযোগিদের মধ্যেও ছিল যথেষ্ট উত্‍সাহ।

Read More