নিজস্ব প্রতিবেদন: সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা। তারপরও মেলেনি বেড। অবশেষে হাসপাতালের বাইরে অপেক্ষারত অবস্থাতেই মৃত্যু হল দুর্ঘটনায় আহত যুবকের। প্রতিবাদে আরজিকর হাসপাতালের বাইরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পরিবারের সদস্যদের।
মঙ্গলবার ভোরে বর্ধমানের পালশিট টোলপ্লাজার কাছে একটি ১০ চাকার লরির সঙ্গে ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন মধ্যমগ্রামের দোলতলার বাসিন্দা তিন যুবক। আহতরা প্রত্যেকেই পেশায় গাড়িচালক। তাঁদের তিনজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে মঙ্গলবার দুপুরে তাঁদের নিয়ে আসা হয় আরজিকর হাসপাতালে।
অভিযোগ, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের বাইরেই স্ট্রেচারে আহত তিন যুবককে শুইয়ে অপেক্ষা করেন পরিবারের সদস্যরা। রাত পর্যন্তও বেড না মেলায় পিযুষ পা ল নামে এক যুবকের মৃত্যু হয়। তখনও যন্ত্রণায় কাতরাতে থাকেন ওপর দুই যুবক।
এর পরই বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজনরা। প্রায় ২০ মিনিট পথ অবরোধ করে রাস্তায় বসে পড়েন তাঁরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর অপর দুই যুবকের বেড মেলে।