Home> কলকাতা
Advertisement

আজ কলকাতার তাপমাত্রা কত? আগামী কয়েকদিন কেমন থাকবে?

নভেম্বরের অর্ধেকটাও শেষ হয়ে গিয়েছে। ডিসেম্বর এসে পড়ল বলে। তবু, কোথায় শীত? আজ থেকে বছর ২০ আগে এই সময়ে কাঁপুনি দেওয়া শীত পড়ে যেত এই শহরে, রাজ্যে। সেই দিন গিয়েছে। তবু, দেরিতে হলেও অবশেষে, শহরে শীতের আগমনি। প্রতিদিনই একটু একটু করে নামছে তাপমাত্রার পারদ। রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আকাশ পরিষ্কার থাকায় নামছে তাপমাত্রা।

 আজ কলকাতার তাপমাত্রা কত? আগামী কয়েকদিন কেমন থাকবে?

ওয়েব ডেস্ক: নভেম্বরের অর্ধেকটাও শেষ হয়ে গিয়েছে। ডিসেম্বর এসে পড়ল বলে। তবু, কোথায় শীত? আজ থেকে বছর ২০ আগে এই সময়ে কাঁপুনি দেওয়া শীত পড়ে যেত এই শহরে, রাজ্যে। সেই দিন গিয়েছে। তবু, দেরিতে হলেও অবশেষে, শহরে শীতের আগমনি। প্রতিদিনই একটু একটু করে নামছে তাপমাত্রার পারদ। রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আকাশ পরিষ্কার থাকায় নামছে তাপমাত্রা।

আরও পড়ুন নোট বাতিলের জের, ফিক্সড ডিপোজিটের সুদের হার কমানোর সিদ্ধান্ত একাধিক ব্যাঙ্কের!

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি কম। গতকাল ছিল মরশুমের শীতলতম দিন। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুন  এবার টাকা তোলা যাবে পেট্রোল পাম্পেও! জেনে নিন কীভাবে

Read More