নিজস্ব প্রতিবেদন: বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফা দিলেন তিনি। তা গ্রহণ করে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বুধবার সকালে রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ মমতার (Mamata Banerjee)।
এ দিন সন্ধেয় রাজভবনে গিয়ে রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar) সঙ্গে সাক্ষাৎ করেন মমতা (Mamata Banerjee)। প্রায় দেড় ঘণ্টা ছিলেন। রীতি মেনে পদত্যাগ করেন মমতা (Mamata Banerjee)। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল। অন্তর্বর্তী সময়ে মমতাকেই দায়িত্বভার সামলানোর অনুরোধ করেছেন। রাজ্যপাল টুইট করেন,''বিধানসভা ভোটে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয়বারের জন্য মানুষকে সেবা করার সুযোগ পেয়েছেন। আশা করছি, রাজ্যের অতীত গৌরব পুনরুদ্ধার করবেন তিনি।''
Congratulations @MamataOfficial for victory in the assembly polls and wished her a fruitful third term in office to serve the people of the State with dedication and commitment so that State regains past glory. pic.twitter.com/IkxgQeqjp5
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 3, 2021
Hon’ble CM @MamataOfficial called on me and submitted her resignation as CM and the same has been accepted.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 3, 2021
She has been requested to continue till alternative arrangements are made. pic.twitter.com/ipJ48smN41
বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে রাজভবনে শপথগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোভিড পরিস্থিতির জন্য অতিথির সংখ্যাও থাকবে নিয়ন্ত্রিত।
Taking note of communication @AITCofficial electing @MamataOfficial as leader of 17th WB Legislative Assembly have invited her to take oath of office of Chief Minister on May 5 at 10.45 am at Raj Bhawan.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 3, 2021
In view of current Covid situation function will be with limited audience. pic.twitter.com/OuvzI46oLd
এ দিন বিকেলে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন,''নির্বাচিত জনপ্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে প্রিয় নেত্রী, জননেত্রীকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলের নেত্রী হিসেবে নির্বাচন করেছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ৬ তারিখ থেকে তৃণমূলের সমস্ত নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথপাঠ করাবেন প্রোটেম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।''
আরও পড়ুন- আসতে কে বারণ করেছে! ফলপ্রকাশের পর দলত্যাগীদের 'ওয়েলকাম' Mamata-র