ওয়েব ডেস্ক : প্রকাশিত হল রাজ্য জয়েন্টের মেডিক্যালের ফল। ডাক্তারি মেধা তালিকায় প্রথম স্থানে রয়েছে সল্টলেক অরবিন্দ ইনস্টিটিউশনের ছাত্র চন্দ্রচূড় মণ্ডল। প্রথমে দশের মধ্যে একজনই ছাত্রী রয়েছে। সপ্তম স্থানে রয়েছে ব্যান্ডেল অক্সালিয়াম কনভেন্টের ছাত্রী তিয়াসা পাল। তিনজন রয়েছে কলকাতা থেকে। তালিকায় মোট ১২,১৮৩ জন স্থান পেয়েছে। দেখে নিন বিস্তারিত মেধাতালিকা,
১ম- চন্দ্রচূড় মণ্ডল, সল্টলেক অরবিন্দ ইনস্টিটিউশন
২য়- অনুরূপ মুখার্জি, পার্লস অফ গড স্কুল, হিন্দমোটর
৩য়- সপ্তর্ষি ঘোষ, ক্যালকাটা বয়েজ
৪র্থ- দ্বৈপায়ন চ্যাটার্জি, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাইস্কুল, কলকাতা
৫ম- সৌম্যদ্বীপ রায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
৬ষ্ঠ- অনির্বাণ দে, সল্টলেক ভারতীয় বিদ্যাভবন
৭ম- তিয়াসা পাল, ব্যান্ডেল অক্সালিয়াম কনভেন্ট
৮ম- স্বর্ণাভ নন্দী, বালুরঘাট হাইস্কুল
৯ম- সৈকত শ, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর
১০ম- অরিত্ ভট্টাচার্য, রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল
যে ওয়েবসাইটগুলি থেকে ফল জানা যাবে সেগুলি হল,
www. examtec.com
www. examresults.net
www. indiaresults.com
www. westbengaleducation.net
এছাড়াও ফল জানা যাবে মোবাইল ফোন থেকে SMS করে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে wbjee। স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। পাঠাতে হবে 54242, 56263 বা 567675 নম্বরে।
এবছর পরীক্ষায় বসেছিলেন ৫৪ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী। তবে ২৭ শতাংশ আবেদনকারী অনুপস্থিত ছিলেন পরীক্ষায়। রাজ্যের তত্ত্বাবধানে এটাই শেষ মেডিক্যাল জয়েন্ট। গত ২০ জুলাই রাজ্যে মেডিক্যাল জয়েন্ট পরীক্ষা হয়। এর আগে সুপ্রিম কোর্ট জানায়, অভিন্ন প্রবেশিকার মাধ্যমে দেশের মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র ভর্তি করতে হবে। তবে অর্ডিন্যান্স জারি করে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা এক বছরের জন্য পিছিয়ে দেয় কেন্দ্র। এরপরই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তত্ত্বাবধানে মেডিক্যালে ভর্তির জন্য জয়েন্ট পরীক্ষা হয়।