Home> কলকাতা
Advertisement

আড়াইশো বাম সমর্থক ভোট দিলেন, আর সেখানে ভোট দিতে পারলেন না রবীন মণ্ডল! কেন? চলছে ফিসফাস

রবীন মণ্ডলের দাবি, বুথ দখলের কারণেই ভোট দিতে পারেননি তিনি। সকাল ১১টার পর থেকেই দখল হয়ে গিয়েছিল রাজারহাটে তাঁদের বুথ।

আড়াইশো বাম সমর্থক ভোট দিলেন, আর সেখানে ভোট দিতে পারলেন না রবীন মণ্ডল! কেন? চলছে ফিসফাস

ওয়েব ডেস্ক: রবীন মণ্ডলের দাবি, বুথ দখলের কারণেই ভোট দিতে পারেননি তিনি। সকাল ১১টার পর থেকেই দখল হয়ে গিয়েছিল রাজারহাটে তাঁদের বুথ।

রাজারহাটে সিপিএমের প্রাক্তন বিধায়ক রবীন মণ্ডল ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ৯০ নম্বর বুথের ভোটার। সেই বুথের প্রাপ্ত ফলে একবার চোখ বোলানো যাক। বামেদের প্রাপ্ত ভোট ২৫০। কংগ্রেস পেয়েছে মাত্র ১১টি ভোট। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসেছে ৪৬০টি ভোট। বিজেপি ভোট পেয়েছে ৯৯টি। তথ্য বলছে, ৯ নম্বর ওয়ার্ডের মোট ১২টি বুথের মধ্যে সবচেয়ে বেশি ভোট এই বুথেই পেয়েছে সিপিএম।

২৫০ জন বাম সমর্থক ভোট দিতে গেলেও কেন গেলেন না রবীন মণ্ডল? তবে কি দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন প্রাক্তন এই বিধায়ক? সন্দেহটা কিন্তু থেকেই যাচ্ছে।

 

Read More