জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরকীয়ার জের? এক মহিলার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলেন আর এক মহিলা। রক্তারক্তি কাণ্ড কলকাতা মেডিক্যাল কলেজে। প্রাথমিক চিকিত্সার পর জখম মহিলা ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।
পুলিস সূত্রে খবর, জখম মহিলার নাম প্রিয়াঙ্কা মজুমদার। তাঁর স্বামী নাকি বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন! এরপর বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্য়ে বিবাদ শুরু হয়। বিবাদ এমন জায়গায় পৌঁছয় যে. প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন তাঁর স্বামী। অন্তত তেমনই দাবি ওই মহিলার।
আজ, সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই স্বামীর সঙ্গে তাঁর 'প্রেমিকা'কে দেখে ফেলেন তিনি। এরপর কথা বলার তাঁদের কাছে যান, কিন্তু দু'জনের কেউ-ই কথা বলেননি। শেষে যখন ওই মহিলাকে হাসপাতালে বাইরে নিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করেন, তখন প্রিয়াঙ্কার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ব্যাগ থেকে হাতুড়ি বের করে প্রিয়াঙ্কা মাথায় আঘাত করেন অভিযুক্ত। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান আশেপাশের লোকজন। পরে ওই আক্রান্তকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মাথায় ব্যান্ডেজ করা হয় তাঁর।
আরও পড়ুন: Student Strike: 'চালিয়ে খেলো সবাই', যাদবপুরকাণ্ডের প্রতিবাদে SFI-র ধর্মঘটে রাজ্যজুড়ে অশান্তি!
এদিকে ঘটনার পর থেকে বেপাত্তা প্রিয়াঙ্কার স্বামী ও হামলাকারী মহিলা। আক্রান্ত মহিলা নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও খবর। ঘটনাটি হাসপাতালের ভিতর থাকা পুলিশকর্মীদের নজরেও এসেছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)