পিয়ালী মিত্র: ফের কলকাতায় ধর্ষণ! 'সিটি অফ জয়' যেন কোথায় হারিয়ে যাচ্ছে। প্রাণবন্ত-নিরাপদ এই শহর দিনে-দিনে 'সিটি অফ ভয়'তে পরিণত হয়ে যাচ্ছে। এবার চাকরি দেওয়ার নাম করে তরুণীর উপর চড়াও এক প্রৌঢ়। হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। ৭ মার্চ ঘটনাটি ঘটে বলে নির্যাতিতার অভিযোগ।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ইতোমধ্যেই, ধর্ষণের অভিযোগে ভবানীপুরে থানার হাতে গ্রেফতার ওই প্রৌঢ়। পরে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কীর্তি মেহতা (৫৯ বছর)। ধর্ষণের পর সে নির্যাতিতাকে হুমকি দেয় যে, যদি সে এই কথা কাউকে বলে তবে তার মারাত্মক পরিণতি হবে।
উল্লেখ্য, ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে ভীমপুর থানার পুলিস। ধৃতের নাম বৃন্দাবন বিশ্বাস। তার বাড়ি ভীমপুরের দাসঘোষ পাড়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভীমপুর এলাকার এক নাবালিকার গৃহশিক্ষক ছিলেন অভিযুক্ত শিক্ষক। গত সেপ্টেম্বর মাসে পড়ুয়াদের নিয়ে ভ্রমণে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:Dog-Snake Fight: বীরবিক্রমে মালিকের প্রাণ বাঁচিয়ে চন্দ্রবোড়ার কামড়ে বিপন্ন রকি...
অভিযোগ সেখানে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে ওই শিক্ষক এবং এ বিষয়ে বাড়িতে না জানানোর জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গতকাল পুনরায় ওই ছাত্রী ওই গৃহশিক্ষকের কাছে পড়তে গেলে তাকে ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে ওই ছাত্রী সব খুলে বলে তার পরিবারকে। এরপরই পরিবারের লোকজন ভীমপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গতরাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে ভীমপুর থানার পুলিস। রবিবার তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)