Home> লাইফ স্টাইল
Advertisement

প্রায় ১০০০ কর্মী ছাঁটাই এবার টেক মাহিন্দ্রাতেও

Wipro এবং কগনিজেন্টের পর এবার কর্মী ছাঁটাই টেক মহিন্দ্রাতেও। বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে চলতি মাসে দেশের প্রথম সারির এই তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ হারালেন প্রায় ১ হাজার কর্মী।

প্রায় ১০০০ কর্মী ছাঁটাই এবার টেক মাহিন্দ্রাতেও

ওয়েব ডেস্ক : Wipro এবং কগনিজেন্টের পর এবার কর্মী ছাঁটাই টেক মহিন্দ্রাতেও। বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে চলতি মাসে দেশের প্রথম সারির এই তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ হারালেন প্রায় ১ হাজার কর্মী।

সূত্রের খবর, একই পদ্ধতিতে চলতি সপ্তাহে ইনফোসিসেও গোলাপী পত্র ধরানো হতে পারে কয়েকশো কর্মীকে। মনে করা হচ্ছে আমেরিকায় H1B ভিসা নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির জেরেই ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির এই কর্মী সঙ্কোচন।

আরও পড়ুন, দেশের টপ স্টার্টআপ কর্তাদের আয় জানলে চোখ কপালে উঠবে!

আরও পড়ুন,ট্রাম্প প্রশাসনের কোপ, সার্জেন জেনারেল পদ থেকে সরলেন বিবেক মূর্তি

Read More