ওয়েব ডেস্ক : এটা যদি সত্যি হয়, তাহলে পাল্টে দেওয়া যাবে অনেক কিছু! মানুষ নিজের ভবিষ্যত্ জানে না। নিজের ভবিষ্যত সম্পর্কে সে অন্ধকারে থাকে। কোনও মানুষ কতদিন বাঁচবে, তা কেউই নির্দিষ্ট করে কিছু বলা যায় না। কিন্তু এবার এই উত্তরটাই আপনি পেয়ে যাবেন। একটা রক্তপরীক্ষা বলে দেবে, আপনি কত বছর বাঁচবেন। এমনটাই বলছেন বোস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
এজিং সেল জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাটি। যেখানে বলা হয়েছে, ৫০০০ নমুনা রক্তের বায়োমেকার ডেটা অ্যানালিসিস করা হয়েছে। যার পরই তাঁরা এক 'ম্যাজিক' রক্তপরীক্ষার সন্ধান পেয়েছেন, যা বলে দেবে একজন মানুষ কতদিন বাঁচবেন। এমনকী জানা যাবে, তাঁর ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগের কোনও সম্ভাবনা রয়েছে কি না। যা কমিয়ে আনে মানুষের জীবনের আয়ু।
আরও পড়ুন, হার্ট সুস্থ রাখতে এগুলো মেনে চলুন