Home> লাইফ স্টাইল
Advertisement

Wired Earphone Riskier Than Bluetooth: ব্লুটুথের চেয়ে ওয়্যার্ড ইয়ারফোনই বেশি ক্ষতি করে কানের! জানালেন ডাক্তারমহল...

Wired Earphone Riskier Than Bluetooth: ইয়ারফোন এখন ছোট থেকে বড় সবাই ব্যবহার করেন। অনলাইন ক্লাস থেকে ওয়ার্ক ফ্রম হোমে ব্যবহার করেন সবাই। এছাড়া ফোনে কথা বলা হোক কিংবা গান শোনা সবেতেই ইয়ারফোনের ব্যবহার হয়ে থাকে। 

Wired Earphone Riskier Than Bluetooth: ব্লুটুথের চেয়ে ওয়্যার্ড ইয়ারফোনই বেশি ক্ষতি করে কানের! জানালেন ডাক্তারমহল...

 জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইয়ারফোন এখন ছোট থেকে বড় সবাই ব্যবহার করেন। অনলাইন ক্লাস থেকে ওয়ার্ক ফ্রম হোমে ব্যবহার করেন সবাই। এছাড়া ফোনে কথা বলা হোক কিংবা গান শোনা সবেতেই ইয়ারফোনের ব্যবহার হয়ে থাকে। 

এটি আমাদের নিত্য দিনের সঙ্গি। তবে এই যন্ত্রই আমাদের শরীরের ক্ষতি করতে পারে। এই যন্ত্রটি শুধু কানের ক্ষতি করে তাই নয়, আমাদের মানসিক এবং শারীরিক ক্ষতিও করে থাকে। আমাদের অনেকেরই অভ্যেস আছে জোরে জোরে গান শোনা। তবে এই অভ্যেসই আমাদের কানের ক্ষতি করে। পরবর্তীকালে এই অভ্যাসই রোগের কারণ হয়ে দাড়াবে। 

আমরা সধারণত দু ধরণের ইয়ারফোন ব্যবহার করে থাকি। ব্লুটুথ এবং তারযুক্ত ইয়ারফোন। তারছাড়া অথবা ব্লুটুথ ইয়ারফোন আমাদের কানের ক্ষতি করে তা আমরা অনেকেই জানি। ফলে অনেকে তারযুক্ত ইয়ারফোন ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মতে এই ইয়ারফোনও আমাদের কম ক্ষতি করে না। 

আরও পড়ুন:  ১০০০০ Kmph গতিতে ১৫০০ কিমি রেঞ্জ! ব্যর্থ হবে S-400-THAAD, পলকে ধ্বংস করবে ভারতের...

সদ্য প্রকাশিত ওতোরিওলারিঙ্গোলজি এবং মস্তিষ্ক এবং গলা চিকিত্‍সার এক জার্নালে জানা গেছে যে, ইয়ারফোনের দীর্ঘমেয়াদি ব্যবহার কানের ক্ষতি করে। ১৮ থেকে ২৬ বছরের ডাক্তার ছাত্র ছাত্রীদের মধ্যে এক পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় জানা গেছে যে, ছাত্র-ছাত্রীদর মধ্যে ৮৯.৩ শতাংশই কানের সমস্যা, কানে ব্যথ্যা, চুলকানি, কানে অত্যাধিক ময়লা জমা, নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। তাঁদের মধ্যে সবাই অন্তত একটি কানের সমস্যার কথা জানিয়েছেন। 

শ্রবণশক্তিতে সমস্যা ঘটাতে পারে দু রকমই ইয়ারফোন। তবে বিশেষজ্ঞদের মতে তারযুক্ত ইয়ারফোনে ক্ষতি বেশি। অন্যের ইয়ারফোন ব্যবহার, নিয়মিত ইয়ারফোন পরিষ্কার না করা- এই অভ্যাস কানে জীবানুর সংক্রামণ ঘটাতে পারে।  তারছাড়া ইয়ারফোনেও ক্ষতি হয়,তবে কম। এছাড়া অনেক সমস্যাই রিপোর্ট করা হয়েছে, যেমন- মাথাব্যাথা, দুর্বল ভাব, মনোযোগে অক্ষমতা এবং ঘুমে সমস্যা। এই সব সমস্যা তারযুক্ত ইয়ারফোন ব্যবহারকারীদের বেশি দেখা দিয়েছে। 

আরও পড়ুন: বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণীই মিলছে! নভেম্বরেই পৃথিবীতে আক্রমণ ভিনগ্রহী মহাকাশযানের, গবেষকদের চাঞ্চল্যকর দাবিতে হাড়হিম...

গবেষণায় জানা গেছে যে ইয়ারফোন শুধু কানের ক্ষতি করে না। ৬৮ শতাংশ মানুষের মধ্যে মাথা ব্যথার লক্ষণ দেখা গেছে। এছাড়া অনেকের মধ্যে রক্তচাপের সমস্যাও দেখা গেছে। জানা গেছে যাঁরা বেশি জোরে গান শোনেন তাঁদের মধ্যে এই সমস্যা বেশি খেয়াল করা গেছে। বিশেষজ্ঞদের মতে কানের সমস্যা দুই ক্ষেত্রেই দেখা গেছে তবে ব্লুটুথ ইয়ারফোনে কম। পরীক্ষায় জানা গেছে যে, কিছু অভ্যাস এই সমস্যা দূর করতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন গান শুনতে হলে এমনি শুনুন। ইয়ারফোন ব্যবহার করলেও তা কম সময়ের জন্য। এছাড়া খেয়াল রাখতে হবে ব্লুটুথ ইয়ারফোনে যেন সিলিকনের একটি টুপি থাকে। এটি আমাদের কানকে রক্ষা করে। সবথেকে যন্ত্রটিকে নিয়মিত পরিষ্কার করতে হবে। এই অভ্যাস চালু না করলে কানে ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More