নিজস্ব প্রতিবেদন: পাউরুটিতে মাত্রাতিরিক্ত পটাসিয়াম ব্রোমেট,পটাসিয়াম আয়োডেট রয়েছে অভিযোগ ওঠার পরই অভিযান শুরু করে কলকাতা পুরসভা। কিন্তু জানেন কি, পাউরুটি এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? ব্রেকফাস্ট মানেই বাটার টোস্ট, স্যান্ডউইচ। আর টিফিনে পাওভাজি কিংবা ফ্রেঞ্চ টোস্ট বা ডিম পাঁউরুটি। আসুন দেখে নেওয়া যাক পাঁউরুটির নানা পদ খেতে খেতে নিজের শরীরের কীভাবে বারোটা বাজাচ্ছেন আপনি?
প্রথমেই আসা যাক পাঁউরুটি তৈরির কথায়। অনেকেই মনে করেন পাঁউরুটির আটা পা দিয়ে মাখা হয়। ধারণাটা একেবারেই সঠিক নয়। অত্যাধুনিক মেশিনেই মাখা হয় পাঁউরুটির আটা।
তাহলে কী ভাবছেন? এবার থেকে আর পাঁউরুটি খাবেন না? ব্রেকফাস্ট কিংবা টিফিনে একেবারেই তাহলে বন্ধ করে দেবেন পাঁউরুটি? সিদ্ধান্ত আপনার হাতে।