ওয়েব ডেস্ক: ভুল ধরতে সবাই ওস্তাদ। কোথাও একটু ভুল চোখে পড়লেই হল, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন ভুল সংশোধন করতে। কিন্তু ভুল ধরা কী অতই সোজা কাজ। আপনি যত বড়ই বুদ্ধিমান হন না কেন, চ্যালেঞ্জ করে বলতে এ ছবির ভুল আপনি সহজে ধরতেই পারবেন না। মাথা চুলকে, গালে হাত দিয়ে অনেক ভেবেও খুঁজে পাবেন না ভুলটা কোথায়। ভাববেন সবই তো ঠিক আছে। নিশ্চয় ভুল খুঁজতে বলাটাই তাহলে ভুল।
কিন্তু না, ভুল তো একটা আছেই। আপনের চোখের সামনেই আছে। আপনি শুধু দেখতে পাচ্ছেন না। এত চিন্তার পর শেষ কালে যখন ভুলটা কোথায় জানতে পারবেন তখন ভাববেন, 'আমি কী বোকা।' তবে এবার একবার চেষ্টা করে দেখেই নিন সত্যিই ভুলটা খুঁজে পান কিনা।