Home> লাইফ স্টাইল
Advertisement

২০ বছর বয়সে কেমন দেখতে ছিলে? নতুন ট্রেন্ড #MeAt20-তে সামিল তারকারা

অবশ্যই এই চ্যালেঞ্জে ২০ বছরের বেশি বয়সীরাই কেবল অংশ নিতে পারবেন। 

২০ বছর বয়সে কেমন দেখতে ছিলে? নতুন ট্রেন্ড #MeAt20-তে সামিল তারকারা

নিজস্ব প্রতিবেদন : গত বছর টেন ইয়ার চ্যালেঞ্জে অংশ নেননি এমন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা কমই আছে। আর এবছর নতুনভাবে ফেরত এল সেই চ্যালেঞ্জ। কুড়ি বছর বয়সের ছবি পোস্ট করাই লেটেস্ট ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায়। টুইটারে তাই ট্রেন্ডিংয়ে এক নম্বরে পৌঁছল #MeAt20 হ্যাশট্যাগ। 

অবশ্যই এই চ্যালেঞ্জে ২০ বছরের বেশি বয়সীরাই কেবল অংশ নিতে পারবেন। চ্যালেঞ্জের নিয়ম হচ্ছে আপনার ২০ বছর বয়সের কোনও ছবি পোস্ট করতে হবে। লকডাউনের সময়ে মানুষের পুরানো স্মৃতি উস্কে দেওয়া এই চ্যালেঞ্জের অন্যতম উদ্দেশ্য। আসুন দেখে নেওয়া যাক এই চ্যালেঞ্জে অংশ নেওয়া কয়েকজন সেলিব্রেটির ২০ বছর বয়সের ছবি। 

বীরেন্দ্র সহবাগও অংশ নিয়েছেন এই চ্যালেঞ্জে। নিজের ২০ বছর বয়সের ছবি পোস্ট করেন বীরু।টেলিভিশনের রান্নার শোয়ের নাইজেলা লওসনকে মনে আছে নিশ্চই? তিনিও শেয়ার করলেন তাঁর ২০ বছর বয়সের ছবি। 

Read More