Home> লাইফ স্টাইল
Advertisement

ঝকঝকে ভাব ফিরে পেতে দাঁতে ঘষুন কলা, ব্রাশ করুন হলুদ দিয়ে

ঝকঝকে ভাব ফিরে পেতে দাঁতে ঘষুন কলা, ব্রাশ করুন হলুদ দিয়ে

ব্যুরো: দাঁতের কমপ্লেক্সে রাতের ঘুম উড়ছে?  কপালে চিন্তার ভাঁজ? ডাক্তার দেখাতে দেখাতে পকেট খালি হয়েছে অথচ কোনও ওষুধই দাঁতের সৌন্দর্য ফিরিয়ে আনতে পারছেন না! দুঃশ্চিন্তা ঝেড়ে ফেলে এবার নিশ্চিন্ত হন। হলুদ দাঁতে 'হীরের ঝলক' পেতে এবার ঘরে রাখুন কলা। হ্যাঁ। কোনও রকম মেডিক্যাল ট্রিটমেন্ট ছাড়াই ভেষজ উপায়ে দুধের মত সাদা দাঁত পেতে কলার জুড়ি মেলা ভার। চিকিৎসকরা বলছেন, কলার মধ্যে থাকা ম্যাগনেশিয়াম, পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ দাঁতের হলুদ ভাব দূর করে ফিরিয়ে দেবে দাঁতের জৌলুস।
 

চিকিৎসকদের পরমার্শ অনুযায়ী, দিনে নিয়ম করে কলার টুকরো দাঁতে ঘষে, ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে মুখ কুলকুচি করে নিন। আপনি নিজের চোখেই ফারাকটা দেখতে পাবেন।

আরও পড়ুন- 'সেক্স-এ বুদ্ধি বাড়ে', প্রমাণ করল ব্রিটিশ গবেষণা

এছাড়াও দাঁতের হলুদভাব দূর করতে ব্যবহার করতে পারেন ঘরোয়া টোটকাও। বেকিং সোডার মতই হলুদও ঝকঝকে দাঁতের চাবিকাঠি হতে পারে, যদি তা সঠিক পদ্ধতি মেনে ব্যবহার করা যায়। হলুদে রয়েছে অ্যান্টি ব্যাকটরিয়াল ক্ষমতা। পরিমাণ মত হলুদের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্রাশ করলে দাঁতের হলুদভাব কাটবে, মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন- আপনার হাতে কি রয়েছে 'X'? তাহলে জেনে নিন  

Read More