Home> লাইফ স্টাইল
Advertisement

জানেন কাদের ভাগ্যে মদ্যপ জীবনসঙ্গী জোটে?

এ বার কোনও জাতিকার জীবনে মদ্যপ জীবনসঙ্গী লাভের পিছনে কী কী কারণ লুকিয়ে আছে, তা জেনে নেওয়া যাক...

জানেন কাদের ভাগ্যে মদ্যপ জীবনসঙ্গী জোটে?

মদ্যপান আর মদে আসক্ত এক নয়। আমাদের সমাজে এখনও পর্যন্ত পুরুষরাই তুলনামূলক ভাবে বেশী মদ্যপান করেন। যারা মদে আসক্ত, তাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা এই প্রতিবেদনে আলোচনা করা হল। কোনও ব্যক্তির মদ্যপ হওয়ার পিছনে মূলত তিনটি বিষয়ের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব থাকে। ১) পারিবারিক কারণ, ২) আর্থিক কারণ এবং ৩) সামাজিক কারণ।

কোনও ব্যক্তির মেলামেশা, তার সামাজিক পরিচিতি, পারিবারিক পরিস্থিতি এবং আর্থিক অবস্থা তার মদ্যপানের অভ্যাসকে প্রভাবিত করে। মদের প্রতি অতিরিক্ত আসক্তির ফলে আসক্ত ব্যক্তি ও তার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন একাধিক মানুষের জীবন প্রভাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয়। আসুন এ বার কোনও জাতিকার জীবনে মদ্যপ জীবনসঙ্গী লাভের পিছনে কী কী কারণ লুকিয়ে আছে, তা জেনে নেওয়া যাক...

১) নবম পতি চন্দ্র ষষ্ঠ স্থানে অবস্থান করলে জাতিকার জীবনসঙ্গী মদের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে থাকে।

২) কোষ্ঠীতে সদা সঞ্চারী, উভয়াচারী বা খল যোগ থাকলে জাতিকার জীবনসঙ্গী মদের প্রতি অতিরিক্ত আসক্ত হয়।

৩) লগ্নের চতুর্থ স্থানে দশম পতি রবি এবং দ্বাদশ ও স্থপতি শুক্র একসঙ্গে অবস্থিত হলে জাতিকার জীবনসঙ্গী মদ্যপ হয়।

৪) শনি ও চন্দ্রের দ্বি-দ্বাদশ সংযোগে জাতিকার জীবনসঙ্গী মদের প্রতি অতিরিক্ত আসক্ত হয়।

আরও পড়ুন: জেনে নিন শনির সাড়ে সাতির প্রভাব লঘু করার উপায়

৫) দ্বিতীয় ও পঞ্চম পতি বৃহস্পতি তৃতীয় ভাবে নীচ রাশিগত হলে জাতিকার জীবনসঙ্গী মদ্যপ হয়।

৬) একাদশ ও অষ্টম পতি বুধ পঞ্চম স্থানে নীচ রাশিগত হলে জাতিকার জীবনসঙ্গী মদের প্রতি অতিরিক্ত আসক্ত হয়।

৭) লগ্নের সপ্তম স্থানে তৃতীয় ও চতুর্থ পতি শনি অবস্থিত হলে জাতিকার জীবনসঙ্গী মদ্যপ হয়।

৮) লগ্নের দ্বিতীয় ও অষ্টম স্থানে যথাক্রমে রাহু ও কেতু নীচ ভাবগত হলে জীবনসঙ্গী মদের প্রতি অতিরিক্ত আসক্ত হয়।

৯) লগ্ন পতি নীচ ভাবগত রাহু সঙ্গে অবস্থিত হলে জীবনসঙ্গী মদ্যপ হয়।

Read More