Home> লাইফ স্টাইল
Advertisement

আদা ছাড়ানোর সহজ উপায়

মনের অন্দরমহলে পৌঁছানোর গোপন রাস্তা হল পেট। তাই রান্না দিয়েই সহজে মানুষের মন জয় করা যায়। মাটন বিরিয়ানি, চিকেন রেজালা হোক বা আলু পোস্ত, শুক্ত, বেগুন ভাজা, পছন্দের খাবার পেটে পড়লেই 'ইমপ্রেসড' অনুভব আসে। কিন্তু এই 'ইমপ্রেসন' তৈরি করতে রাঁধুনির আসল ঝামেলা রান্না নয়, জোগাড়। জোগাড় যদি সহজ হয়, তবে রান্না রাঁধুনির বাঁ হাতের খেল।

আদা ছাড়ানোর সহজ উপায়

ওয়েব ডেস্ক: মনের অন্দরমহলে পৌঁছানোর গোপন রাস্তা হল পেট। তাই রান্না দিয়েই সহজে মানুষের মন জয় করা যায়। মাটন বিরিয়ানি, চিকেন রেজালা হোক বা আলু পোস্ত, শুক্ত, বেগুন ভাজা, পছন্দের খাবার পেটে পড়লেই 'ইমপ্রেসড' অনুভব আসে। কিন্তু এই 'ইমপ্রেসন' তৈরি করতে রাঁধুনির আসল ঝামেলা রান্না নয়, জোগাড়। জোগাড় যদি সহজ হয়, তবে রান্না রাঁধুনির বাঁ হাতের খেল।

রান্নার জোগাড়ে সবজির খোসা ছাড়ানোটা একটা সময় সাপেক্ষ কাজ। তার ওপর সেই সবজি যদি হয় আদা তবে তো কথাই নেই। খোসা ছাড়াতে গিয়ে বেশির ভাগ আদাই উঠে চলে আসে পিলারে। কিভাবে কয়েক সেকেণ্ডে সহজেই ছাড়িয়ে ফেলবেন আদা তা জানতে দেখুন ভিডিও।


<iframe width="100%" height="351" src="https://www.youtube.com/embed/iJMDmaHuMeA" frameborder="0" allowfullscreen></iframe>

Read More