Home> লাইফ স্টাইল
Advertisement

আত্মহত্যার আগে নিজের বাবা মায়ের জন্য শেষ ভিডিও বার্তা! তারপর ফাঁসি দিলেন তরুণী

ভারতে প্রতি বছর আত্মহত্যা করেন প্রায় ১ লাখ মানুষ। এদের মধ্যে ৫ শতাংশই পড়ুয়া! আর এর প্রাথমিক কারণ পড়ুয়া মননে চাপ সৃষ্টি। 

আত্মহত্যার আগে নিজের বাবা মায়ের জন্য শেষ ভিডিও বার্তা! তারপর ফাঁসি দিলেন তরুণী

ওয়েব ডেস্ক: ভারতে প্রতি বছর আত্মহত্যা করেন প্রায় ১ লাখ মানুষ। এদের মধ্যে ৫ শতাংশই পড়ুয়া! আর এর প্রাথমিক কারণ পড়ুয়া মননে চাপ সৃষ্টি। 
'শিক্ষা শেখানো, চাপিয়ে দেওয়া কিংবা জোর করা নয়'।  

মনে পরে থ্রি ইডিয়টস সিনেমার কথা? প্রতিদিনের বেড়ে চলা চাপের কাছে নতি স্বীকার করে জীবনের উপন্যাসে ইতি লেখা সেই ছাত্রের কথা! দেওয়ালে লেখা 'আই কুইট', আর দেহটা ঝুলছিল সিলিং থেকে। এটা নিছকই চিত্রনাট্য নয়, একটা বাস্তব। রূঢ় বাস্তব! 

ছোট বেলা থেকেই একটা চাপিয়ে দেওয়া মনোভাব। বাংলা সাহিত্যেও তো রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে বারবার ফুটে উঠেছে এক ফুট ফুটে কিশোরের 'অপমৃত্যু'। ছুটিতে ফটিক কিংবা দুরন্ত পঞ্চক। এটা করতে হবে, ওটা হতে হবে, একের পর এক চাপ, ফাঁসিটা গলায় লাগার আগেই মনে ও মননে ফাঁসিটা লেগে যায়। স্বপ্নগুলো সব একে একে আত্মহত্যা করে। হারিয়ে যায় কৈশর, শৈশব, যৌবন। সব ছেড়ে আত্মহত্যার পথ বেঁছে নেয় পড়ুয়া। এমনই এক ঘটনা, দেখুন ভিডিওতে। (এই ভিডিও একটি প্রতীকী উপস্থাপনা)

 

Read More