নিজস্ব প্রতিবেদন: শনিবার থেকে Amazon Prime গ্রাহকদের জন্য শুরু হয়েছে Great Indian Festival সেল। রবিবার থেকে সমস্ত Amazon গ্রাহকই এই সেলে অংশ নিতে পারবেন। এই সেল চলবে ৪ অক্টোবর পর্যন্ত। প্রায় ৩০ হাজারেরও বেশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এই সেলে জলের দরে পাওয়া যাচ্ছে।
এই সেলে Realme, Xiaomi, Samsung, OnePlus-সহ সব জনপ্রিয় সংস্থার স্মার্টফোন কেনা যাবে অনেকটাই সস্তায়। সঙ্গে থাকছে নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জে অতিরিক্ত ডিসকাউন্ট। এ ছাড়াও জুতো, শাড়ি, ব্যাকপ্যাকের উপর রয়েছে ৯০ শতাংশ পর্যন্ত ছাড়। গৃহস্থালির প্রয়োজনীয় নানা সামগ্রীর উপর রয়েছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। আসুন দেখে নেওয়া যাক Amazon Great Indian Festival সেল-এ কোন প্রোডাক্টে কত ছাড় পাওয়া যাচ্ছে...
১) Realme, Xiaomi, Samsung, OnePlus-সহ সব জনপ্রিয় সংস্থার স্মার্টফোন কেনা যাবে অনেকটাই সস্তায়। স্মার্টফোন ছাড়াও বিভিন্ন ইলেক্ট্রনিক্স অ্যাক্সেসারিজের উপর ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
২) গৃহস্থালির প্রয়োজনীয় নানা সামগ্রীর উপর মিলছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়।
৩) এ ছাড়াও জুতো, শাড়ি, ব্যাকপ্যাকের উপর রয়েছে ৯০ শতাংশ পর্যন্ত ছাড়।
আরও পড়ুন: আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক করাবেন কী ভাবে? জেনে নিন পদ্ধতি
৪) টিভি, ফ্রিজের মতো গৃহস্থালির সামগ্রীতে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এই সেলে।
৫) এসবিআই কার্ড থেকে কেনাকাটায় মিলছে ১০ শতাংশ ছাড় (১০ হাজার টাকা পর্যন্ত কেনাকাটায়)।