Home> লাইফ স্টাইল
Advertisement

জিরাফের এতবড় গলা! ছবি দেখে ঠকল ওয়েবদুনিয়া

ছবি দেখে আপনি কী ভাবলেন? হ্যাঁ আমরা জানি জিরাফের লম্বা গলা। তা বলে গলার এমন বাঁক! জিরাফ কী পারে এইভাবে গলা ভাঁজ করে যেদিকে খুশি তাকাতে? ছবি দেখে এইসব প্রশ্নই ভাবছেন। তাই না! তবে বিস্তারিত বলার আগেই বলে রাখি এখানে দুটি জিরাফ রয়েছে।

জিরাফের এতবড় গলা! ছবি দেখে ঠকল ওয়েবদুনিয়া

ওয়েব ডেস্ক: ছবি দেখে আপনি কী ভাবলেন? হ্যাঁ আমরা জানি জিরাফের লম্বা গলা। তা বলে গলার এমন বাঁক! জিরাফ কী পারে এইভাবে গলা ভাঁজ করে যেদিকে খুশি তাকাতে? ছবি দেখে এইসব প্রশ্নই ভাবছেন। তাই না! তবে বিস্তারিত বলার আগেই বলে রাখি এখানে দুটি জিরাফ রয়েছে।

কীভাবে? রুডি হালশোফ, লজ থেকে দাঁড়িয়ে দেখছিলেন একটি জিরাফ বনের মধ্যে মুখ ঢুকিয়ে কী একটা করছে। প্রথমে রুডি বুঝতে পারেননি। হঠাত্‍ দেখেন বন থেকে একটা মুখ প্রায় ৯০ ডিগ্রি ভাঁজ করে বেরিয়ে আসে। এটা সত্যি! ভাববার আগেই হাতে থাকা ক্যামেরায় বন্দি হয়ে যায় এই বিরল দৃশ্য। পরে দেখেন, না। একটি জিরাফ নয়। বনের মধ্যে দুটি জিরাফের ভাব আদানপ্রদান চলছে। ততক্ষণে ওয়েবদুনিয়া এই ছবি ভাইরাল হয়ে গেছে।

Read More