নিজস্ব প্রতিবেদন: মানুষটি হয়ত বড্ড রাগী। সব প্ল্যানের কথা মায়ের কানের সামনে আওড়ানো গেলেও তাঁর সামনে করতে বুক কাঁপে। কিন্তু এই মানুষটি সব বোঝেন। কারণ তিনি বাবা। আজ বাবার দিন। বাবাদের দিবস। মাদার্স ডে নিয়ে যতটা হইচই হয় ফাদার্স ডে নিয়ে কিন্তু ততটা হয় না।
সেই কোন ছোটবেলায় তাঁর হাত ধরে প্রথম হাঁটতে শেখা। গায়ে একটু জ্বর এলেই দুশ্চিন্তায় তাঁর রাতের ঘুম উড়ে যায়। সারক্ষণ আপনার চিন্তাতেই ব্যস্ত। আপনি কী করে ভালো থাকবেন? আপনি কী খেতে ভালোবাসেন? দেখে দেখে ঠিক সেই জিনিসটাই বাজার থেকে আনা। পুজোর সময় সবচেয়ে ভালো জামাটা আপনাকে কিনে দেওয়া। আপনার ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত হবে সেই প্ল্যানিং করা। মনখারাপের সময় পাশে বসে সান্ত্বনা দেওয়া। জীবনের কঠিন সময়ে এই সাহসটা দেওয়া, 'হ্যাঁ, তুই-ই পারবি। একমাত্র তুই পারবি।' এই মানুষটাই আমাদের জীবনের স্থপতি। 'বাবা'। একটা ডাক। আমার, আপনার, সবার নিরাপদ আশ্রয়স্থল।
নিঃশব্দে ভালবাসার নাম বাবা। তাঁর স্নেহ ভালবাসা সবটা ধমকের রূপ নিয়ে ফেলে। তাই কেউ কেউ উঠতে পারেন না, বাবাকে নিয়ে ফাদার্স ডে-তে বেশি বাড়াবাড়ি করলে হয়ত ধমক খেতে হতে পারে। কিন্তু, একটু গভীরে গিয়ে যদি দেখেন, দেখবেন ফাদার্স ডে-র শুভেচ্ছা পেয়ে তারও চোখের কোনে চিকচিক করছে জল, বুকের ভিতর থইথই করছে আবেগ, শক্ত হচ্ছে চোয়াল, হয়ত সে বলে উঠবে পয়সা নষ্ট করিস কেন?
বছরের ৩৬৫টি দিন তিনি সবাইকে দিয়েই রেখে দিয়েছেন প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব দাদা-দিদি । চলুন, একটা দিন আমি, আপনি, সবাই তাঁকে অন্তত এইটুকু অনুভব করানোর চেষ্টা করি যে তিনি আমাদের কাছে ঠিক কতটা দামী। রবিবার, ২০ জুন 'ফাদার্স ডে'। ১০টি মন ছুঁয়ে যাওয়া বার্তা রইল আপনার জন্য।
আমার ভীষণ প্রিয় মানুষ,
দুঃখ-কষ্টে আমায় শক্তি যোগানোর মতো শক্ত কাঁধ তুমিই,
আনন্দে তোমাকে জড়িয়েও ধরেছি বারবার,
তুমি আমার জীবনের আশার্বীদ।
শুভ পিতৃ দিবস
তোমায় দেখেই বড় হয়েছি,
সারা জীবন তোমার মতোই হতে চেয়েছি,
তুমিই আমার সবচেয়ে বড় আইডল।
হ্যাপি ফাদার্স ডে
বিনিময়ে কখনোই কিচ্ছু চাওনি আমার কাছে,
তার জোরেই পথ হেঁটেছি আমি,
তাই তোমায় ধন্যবাদ জানাই।
শুভ পিতৃ দিবস
তোমায় পাশে পেলে সবেতেই সুখী হই।
তোমার স্নেহের হাত যদি থাকে মাথায়,
তবেই আমি জয়ী হব কঠিন পরীক্ষায়
হ্যাপি ফাদার্স ডে
নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মূহূর্ত নির্জন।
জীবনে বাবার প্রয়োজনীয়তা অসীম,
বাবার আশীর্বাদেই কঠিন পরিস্থিতি হয় সহজ।
পিতৃ দিবসের শুভেচ্ছা
আমার জীবনের সবচেয়ে দামী মানুষটাকে 'হ্যাপি ফাদার্স ডে'
সেই মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতে আমার পাশে থেকেছে, 'হ্যাপি ফাদার্স ডে'
থ্যাঙ্ক ইউ বাবা, তুমি আমার জন্য সবসময় শুধু ভালোটাই চেয়েছ, 'হ্যাপি ফাদার্স ডে'
বাবা, তুমিই আমাকে দেওয়া ভগবানের সেরা উপহার,'হ্যাপি ফাদার্স ডে'
বাবা, আমি নিজেই জানিনা আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি, 'হ্যাপি ফাদার্স ডে'
আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিটাই আমার বাবার সঙ্গে, 'হ্যাপি ফাদার্স ডে'
আমার হিরোর জীবন আরও আরও সুন্দর হোক, 'হ্যাপি ফাদার্স ডে'
আমার বাবাই গ্রেটেস্ট ড্যাড, 'হ্যাপি ফাদার্স ডে'