Home> লাইফ স্টাইল
Advertisement

মনের জোর বাড়ানো এখন বাঁয়ে হাত কি খেল!

আপনি নিশ্চয়ই চাইবেন আপনার মনের জোর বাড়াতে। কিন্তু সেটা চাইলেই কি আর এত সহজে করা যায়? তার জন্য চাই নির্দিষ্ট কিছু পরিকল্পনা এবং অভ্যাস। তাহলেই আপনি বাড়াতে পারবেন আপনার মনের জোর।

মনের জোর বাড়ানো এখন বাঁয়ে হাত কি খেল!

ওয়েব ডেস্ক: আপনি নিশ্চয়ই চাইবেন আপনার মনের জোর বাড়াতে। কিন্তু সেটা চাইলেই কি আর এত সহজে করা যায়? তার জন্য চাই নির্দিষ্ট কিছু পরিকল্পনা এবং অভ্যাস। তাহলেই আপনি বাড়াতে পারবেন আপনার মনের জোর।
এই বিষয়ে পৃথিবীর সফল কয়েকজন ব্যবসায়ীর কাছে এই প্রশ্ন করা হয়। যে কীভাবে তাঁরা তাঁদের মনের জোর বাড়িয়েছেন। সেখানে মনের জোর বাড়ানোর জন্য সহজ উপায় হিসাবে বলা হয়, যে হাতে আপনি দাঁত পরিষ্কারের জন্য ব্রাশ করেন, ঠিক তার উল্টো হাতে ব্রাশ করুন। বেশ কয়েকজন বিখ্যাত শিল্পপতি বলেছেন এবং লিখেছেন, গুরুত্বপূর্ণ কোনও মিটিংয়ের আগে তাঁরা এই কাজ করেন, এতে বেশ কাজ হয়েছে। আপনিও এটা চেষ্টা করে দেখতে পারেন। যদি বাঁ হাতে (ধরে নিলাম, আপনি ডান হাতি)ব্রাশ করে মনের জোর বাড়িয়ে নেওয়া যায়, মন্দ কি! তাহলে মনের জোর বাড়ানোটা আপনার জন্য হবে বাঁয়ে হাত কি খেল! কী বলেন।

এই তথ্যটি নেওয়া হয়েছে 'অসাধারণ জ্ঞান' নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।

Read More