নিজস্ব প্রতিবেদন: রান্নার গ্য়াসের দাম বৃদ্ধি সকলেরই একটা মাথা ব্যাথার কারণ। বিশেষ করে জ্বালানীর দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। তবে এই পরিস্থিতিতে উপভোক্তাদের সোনা জেতার সুযোগ করে দিল রান্নার গ্য়াস বিপণন সংস্থা এইচপি (Hindustan Petroleum Gas Limited/ HPCL)।
উৎসবের মরসুমে একটি বিশেষ অফার নিয়ে এল সংস্থাটি। তাঁদের তরফে ট্যুইটারে জানান হয়েছে, নবরাত্রি উপলক্ষে গ্যাস কিনলেই পেটিএম গোল্ড (Paytm Gold) থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার জিততে পারবেন উপভোক্তারা। ৭ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অফারটি রয়েছে।
আরও পড়ুন: Fuel Price Hike: উৎসবের মরসুমে ফের পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি, নাজেহাল সাধারণ মানুষ
আরও পড়ুন: Business Idea: ফুল টাইম চাকরির সঙ্গেই বিরিয়ানি বিক্রি! বাজিমাত দুই ইঞ্জিনিয়ারের
অফারটি কী?
সংস্থার তরফে ট্যুইটে বলা হয়েছে, পেটিএম-এর সাহায্যে উপভোক্তারা এইচপি (Hindustan Petroleum Gas Limited/ HPCL) সিলিন্ডার বুক করলেই সোনা নাহলে ১০ হাজার টাকা জিততে পারবেন। ৫ জন ভাগ্যবান প্রতিদিন নভরাত্রি গোল্ট অফারটি জিততে পারবেন।
Navratri Gold Offer for #HPGas customers is here!
— Hindustan Petroleum Corporation Limited (@HPCL) October 7, 2021
Stand a chance to win @Paytm Gold worth ₹10001 on book & pay for your HP Gas cylinder through Paytm. You can pay for existing unpaid booking using Paytm app also
Offer Period: 7-16 Oct '21
5 lucky winners every day
*T&C applies pic.twitter.com/Rp0WVe8DbC
কীভাবে বুকিং করবেন?
Paytm অ্য়াপে গিয়ে বুক গ্যাস অপশনে যান। গ্যাস প্রোভাইডার সিলেক্ট করুন। এরপর মোবাইল নম্বর, LPG ID এবং কনসিউমার নম্বর দিন। পেমেন্ট মোডে Paytm Wallet, Paytm UPI নির্দিষ্ট করে, পেমেন্ট করুন। পেমেন্ট হওয়া মাত্রই সিলিন্ডার বুক হয়ে যাবে। তবে, Paytm দিয়ে কেবল গ্য়াস বুকিংয়ের ক্ষেত্রেই অফারটি কার্যকর