জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর রণংদেহী মেজাজে ভারত। পাকিস্তানের যখন কার্যত কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে নয়াদিল্লি, তখন পাল্টা পদক্ষেপ করেছে ইসলামাবাদ। ঘনাচ্ছে যুদ্ধের মেঘ! এই পরিস্থিতিতে এবার ধস নামল ভারতের শেয়ার মার্কেটে। স্রেফ সেনসেক্সের পতনই নয়, বাজার খুলতেই ১০ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা।
আজ শুক্রবার যখন বাজার খোলে, তখন কিন্তু সেনসেক্স উর্ধ্বমুখীই ছিল। সূচক বেড়ে গিয়েছিল প্রায় ৩০০ পয়েন্ট। কিন্তু বেলা বাড়তেই ধস নামে শেয়ার মার্কেটে। সেনসেক্স পড়ে যায় প্রায় ১২০০ পয়েন্ট। সঙ্গে নিফটিও। কত? ৪০০ পয়েন্ট। ফলে বিপুল ক্ষতির মুখে পড়েন বিনিয়োগকারীরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্মলক্যাপ এবং মিডক্যাপগুলি। প্রায় তিন শতাংশ কমে গিয়েছে তাদের শেয়ারের মূল্য। সবমিলিয়ে খোয়া যায় ১০ লক্ষ কোটি টাকা।
কেন শেয়ার মার্কেটে এই ধস? কাশ্মীরের গণহত্যা। পহেলগাঁওয়ে জঙ্গি গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে ২৬ জন পর্যটক। ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধের আবহ! এই ঘটনাকেই শেয়ার ধসের কারণ বলে মনে করছেন বেশিরভাগ বিশেষজ্ঞই।
দিনের শুরু থেকে প্রথম ধাক্কা খায় অ্যাক্সিস ব্যাঙ্ক। তারা ৪.৮০ শতাংশ ক্ষতির সামনে পড়ে। আদানি পোর্টের শেয়ার পড়েছে ৪.০৯ শতাংশ। বাজাজ ফিনসার্ভের শেয়ার পড়েছে ৩.৫৯ শতাংশ। পাওয়া গ্রিডের শেয়ার পড়েছে ৩.১৮ শতাংশ। মোট অন্তর্বর্তী ধস নেমেছে ৩ শতাংশ। এক শেয়ার বিশেষজ্ঞ বলেন, যেভাবে দুই দেশের ভৌগলিক সীমানাতে উত্তেজনা তৈরি হয়েছে সেখান থেকে বিনিয়োগকারীরা এখন আর বিনিয়োগের পথে যেতে চাইছেন না। ফলে একধাক্কায় বাজায় পড়েছে অনেকটাই।
আরও পড়ুন: Gold Price Today: হু হু করে বাড়ল দাম! অক্ষয় তৃতীয়ার আগেই লাখ পেরোল সোনা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)