Home> লাইফ স্টাইল
Advertisement

আইরিশ কফি

সারাদিনের ক্লান্তি কাটাতে হোক বা ঘুম থেকে উঠে আলস্য কাটাতে, আইরিশ কফি কে না পছন্দ করে?

আইরিশ কফি

ওয়েব ডেস্ক: সারাদিনের ক্লান্তি কাটাতে হোক বা ঘুম থেকে উঠে আলস্য কাটাতে, আইরিশ কফি কে না পছন্দ করে?

কী কী লাগবে-

হট ফ্রেশ কফি-১ কাপ
ব্রাউন সুগার-১ টেবিল চামচ
আইরিশ হুইস্কি-১ জিগার
ঘন ক্রিম, হুইপড

কীভাবে বানাবেন-

কাচের মাগে ফুটন্ত গরম ব্ল্যাক কফি ঢালুন। মাগের ৩/৪ ভাগ ভর্তি করুন কফি দিয়ে। ব্রাউন সুগার দিয়ে পুরোপুরি গুলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিন। এবারে আইরিশ হুইস্কি ঢেলে ওপরে ক্রিম দিয়ে দিন।

 

Read More