Home> লাইফ স্টাইল
Advertisement

Kalashtami: মঙ্গলবারে কালভৈরবের পুজো করতেই হবে! জেনে নিন তিথি, নিয়মবিধি...

Kalashtami: কালাষ্টমীতে কালভৈরবের পুজো করা হয়। শিবেরই একটা রূপ এই ভৈরব বা কালভৈরব। প্রতি বছর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী পালিত হয়। এই দিনে ভক্তেরা ভৈরবের পুজো করেন।

Kalashtami: মঙ্গলবারে কালভৈরবের পুজো করতেই হবে! জেনে নিন তিথি, নিয়মবিধি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালাষ্টমীতে কালভৈরবের পুজো করা হয়। শিবেরই একটা রূপ এই ভৈরব বা কালভৈরব। শোনা যায়, এদিন শিব রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। প্রতি বছর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী পালিত হয়। এই দিনে ভক্তেরা ভৈরবের পুজো করেন এবং তাঁর প্রীতি উৎপাদনের জন্য উপবাসও করেন। বছরে মোট ১২টি কালাষ্টমী তিথি পড়ে। 

কবে কালাষ্টমী

আগামীকাল মঙ্গলবার ১৪ মার্চ।

আরও পড়ুন: Weekly Horoscope: প্রেম, অর্থ, যশ, সৌভাগ্য! দেখে নিন কোন কোন রাশির জন্য সপ্তাহটি এত চমকপ্রদ...

কালাষ্টমীর তিথি

অষ্টমী তিথি পড়ছে মঙ্গলবার ১৪ মার্চ রাত ৮.২২ মিনিটে, এই তিথি থাকছে পরদিন ১৫ মার্চ সন্ধে ৬.৪৬ পর্যন্ত।

কীভাবে কাল ভৈরবের পুজো করা রীতি

আরও পড়ুন: Mangal Gochar 2023: আজ থেকে বিপর্যয় সৃষ্টি করবে মঙ্গল! সতর্ক হন এই ৪ রাশির জাতকরা

কালাষ্টমী শিবভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এদিনে ভক্তরা সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে স্নান সারেন। করেন বিশেষ পুজো। সন্ধ্যায় ভক্তেরা কালভৈরবের মন্দিরে যান এবং সেখানে বিশেষ পুজোপ্রার্থনা করেন। বলা হয়, শিব ব্রহ্মার ক্রোধের অবসান ঘটাতে জন্মগ্রহণ করেছিলেন। কালাষ্টমীর দিন সকালে পিতৃপুরুষদের বিশেষ পুজোও করা যেতে পারে।

ভক্তেরা এদিন সাধারণত দিনভর কঠোর ভাবে উপবাস পালন করেন। কালাষ্টমীর ব্রতোপবাস করলে ভক্তের সমৃদ্ধি বৃদ্ধি পায়, সুখ ঝরে পড়ে, জীবনে নেমে আসে সমস্ত রকমের সাফল্য।

কালাষ্টমীতে কোন কাজগুলি করতেই হবে

কালভৈরব কথা পাঠ করতে হবে

শিব মন্ত্র জপ বিধেয়

ব্রাহ্মণভোজন করানো

এদিন কুকুরকে খাওয়ানোর প্রথাও রয়েছে। কালো কুকুরকে ভৈরবের বাহন বলে মনে করা হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More