জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একাদশী মাত্রেই বিশেষ। তবে সব সময় আমরা অত নজর করি না। এরই মধ্যে চলে এল কামদা একাদশী। হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব। বছরে মোট ২৪টি একাদশী পালন করা হয়। প্রতি মাসে দুটি করে পালন করা হয়। একাদশী ব্রত আসলে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। কামদা একাদশী চৈত্র মাসের শুক্ল পক্ষে পালন করা হয়। এই বছর কামদা একাদশীতে রবি যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাব আছে। চৈত্র নবরাত্রির আবহে, রামনবমীর পরেই এল এই বিশেষ একাদশী তিথি।
জেনে নিন কামদা একাদশীতে পূজার সময়, পদ্ধতি, মন্ত্র, পারণের সময় এবং ভগবান বিষ্ণুর আরতি।
কামদা একাদশীর তিথি শুরু হয়েছিল গতকাল ০৭ এপ্রিল, রাত ০৮:০০ টায়। একাদশী তিথি শেষ হবে আজ, মঙ্গলবার ০৮ এপ্রিল, রাত ০৯:১২ টায়। উদয়তিথি ধরলে কামদা একাদশীর ব্রত কিন্তু পালন করা হবে আজ, মঙ্গলবারই।
কামদা একাদশী পুজোর সময়:
ব্রাহ্ম মুহূর্ত-- ভোর ০৪:৩২ থেকে ভোর ০৫:১৮
অভিজিৎ মুহূর্ত-- বেলা ১১:৫৮ থেকে বেলা ১২:৪৮
বিজয় মুহূর্ত-- দুপুর ০২:৩০ থেকে দুপুর ০৩:২০
অমৃত কাল-- সকাল ০৬:১৩ থেকে ০৭:৫৫
সর্বার্থ সিদ্ধি যোগ-- সকাল ০৬:০৩ থেকে ০৭:৫৫
রবিযোগ-- সকাল ০৬:০৩ থেকে ০৭:৫৫
কামদা একাদশী ব্রতের পারণ: আগামীকাল, বুধবার ০৯ এপ্রিল। পারণ হবে সকাল ০৬ টা ০২ মিনিট থেকে সকাল ০৮ টা ৩৪ মিনিটের মধ্যে।
আরও পড়ুন- বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় শিলাবৃষ্টি, প্রবল ঝড়ের পূর্বাভাস
আরও পড়ুন- Student Gangraped by 23: উনিশের তরুণীকে ৭ দিন ধরে লাগাতার ধর্ষণ ২৩ বর্বরের! যৌনতার আগে পানীয়তে...
একাদশীর পুজোপদ্ধতি:
সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে পোশাক পরুন। বিষ্ণুর ধ্যান ও পুজো করুন। বিষ্ণুকে মালা, হলুদ চন্দন, অক্ষত, ফল ও ফুল অর্পণ করা বিধি। নৈবেদ্য অর্পণ করুন। তারপর বিষ্ণুর আরতি।
এই একাদশীতে কোন কোন রাশির প্রাপ্তিযোগ:
কামদা একাদশীতে বিভিন্ন রাশির জাতক-জাতিকারা শ্রীবিষ্ণুর আশীর্বাদ পাবেন। অনেকেরই অনেকরকম প্রাপ্তি ঘটবে। যেমন, মিথুনের সমস্যার সমাধান, কর্কটের অর্থপ্রাপ্তি, কন্যার বকেয়া টাকাপ্রাপ্তি, তুলার চাকরিতে উন্নতি, ধনুর রোজগারবৃদ্ধি, মকরের বিপদমুক্তি, কুম্ভের জমিসংক্রান্ত কাজে সংকটমুক্তি ইত্যাদি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)