ওয়েব ডেস্ক: জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা । তিনি শুধু জনপ্রিয় কমেডিয়ানই নন, বড় মনের মানুষও। কিছুদিন ধরে তিনি বিতর্কে জর্জরিত থাকলেও, আর তিনি সকলের প্রিয় হয়ে উঠলেন। এমনই কাজ করলেন তিনি। ভিজুয়ালি চ্যালেঞ্জড অর্থাত্ দৃশ্যত প্রতিবন্ধী মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
জানা গিয়েছে, গ্যানম গঙ্গা নামের একটি এনজিওকে ১০০টি সাইকেল দান করলেন কমেডিয়ান কপিল শর্মা । এই প্রসঙ্গে কপিল শর্মা জানিয়েছেন, নিজেদের লক্ষে পৌঁছনোর জন্য চেষ্টা চালাচ্ছে গ্যানম গঙ্গা নামের এনজিও । তাদের লক্ষে পৌঁছনোর জন্য ছোট্ট প্রচেষ্টা তাঁর পক্ষ থেকে।
প্রসঙ্গত, ফিরাঙ্গি নামের একটি ছবির কাজ করছেন কপিল শর্মা । ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ইশিতা দত্তকে।