ওয়েব ডেস্ক: ‘আলুর পরোটা’। নামটা শুনেই জিভে জল এসে গেল বুঝি? আসাটাই স্বাভাবিক। ‘আলুর পরোটা’ এমন একটা খাবার যা খেতে বাচ্চা থেকে বড়, সবাই খুব পছন্দ করে। তাছাড়া এটা এমন একটা খাবার, যা কোনও কিছু সঙ্গে ছাড়া, এমনি এমনিই খাওয়া যায়।
‘আলুর পরোটা’ তৈরি করা খুবই সহজ। এটি খেতে যতটা ভালো, তৈরি করাও ততটাই সহজ। মাত্র কয়েক মিনিটেই তৈরি করা যেতে পারে সুস্বাদু এবং মুখরোচক এই রেসিপিটি। ব্রেকফাস্ট হোক কিংবা টিফিন, একটুখানি সস কিংবা কাসুন্দির সঙ্গে জমে যায়। তাই আর দেরি না করে এখনই শিখে নিন কীভাবে তৈরি করবেন ‘আলুর পরোটা’। তাও আবার ৩ মিনিটেই।