ওয়েব ডেস্ক: বাড়ির বাইরে আমরা বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকি। সেই খাবারগুলোই বাড়িতেও বানিয়ে খেতে ইচ্ছে করে। কিন্তু সমস্যা হয়, পদ্ধতি না জানা থাকা। এমনই একটি রেসিপি ‘মটর পনীর’। অনুষ্ঠান বাড়িতে এই খাবারটা আমরা হামেশাই খেয়ে থাকি। কিন্তু অনেক মানুষই জানেন না কীভাবে বানাবেন ‘মটর পনীর’। তাই বাড়িতে বানাতেও পারেন না।
এবার সেই সমস্যার সমাধান। নিচের ভিডিও থেকে দেখে শিখে নিন কীভাবে বাড়িতে খুব সহজেই বানাবেন ‘মটর পনীর’। এটি যত সুস্বাদু, ততই সহজ এটি তৈরি করা। শিখে নিন সঞ্জীব কাপুরের থেকে। আর গরম গরম লুচি কিংবা পরোটার সঙ্গে ট্রাই করুন।