Home> লাইফ স্টাইল
Advertisement

আসল নোট চেনার এই নতুন উপায়টি জানেন?

এটিএম থেকে টাকা নিশ্চই তোলন? ১০০, ৫০০ বা ১০০০ টাকার নোট আমাদের প্রায় রোজই কোনও না কোনও কাজে প্রয়োজন হয়। নোটের কোনায় এই দাগগুলিও দেখেছেন অনেকবার। তবে, চোখে পড়লেও মনে হয়তো প্রশ্ন জাগেনি আপনার। তবে যদি না জামা থাকে তাহলে এখুনই যেনে নিন এই তথ্যগুলি-

আসল নোট চেনার এই নতুন উপায়টি জানেন?

ওয়েব ডেস্ক : এটিএম থেকে টাকা নিশ্চই তোলন? ১০০, ৫০০ বা ১০০০ টাকার নোট আমাদের প্রায় রোজই কোনও না কোনও কাজে প্রয়োজন হয়। নোটের কোনায় এই দাগগুলিও দেখেছেন অনেকবার। তবে, চোখে পড়লেও মনে হয়তো প্রশ্ন জাগেনি আপনার। তবে যদি না জামা থাকে তাহলে এখুনই যেনে নিন এই তথ্যগুলি-

fallbacks

১০০, ৫০০ বা ১০০০ টাকার নোটে বিভিন্ন রকমের দাগ থাকে নোটটি আসল না নকল বোঝার জন্য। বিশেষ করে নতুন নোটের ক্ষেত্রেই এই চিহ্নগুলি দেখা যায়। যেমন ধরুন ৫০০ টাকার নোটের দু'পাশে দেখা যায় ৫টি করে কালো দাগ। চোখ বন্ধ করে হাত দিলেই সেই দাগুলিকে অনুভব করা যায়। অর্থাত্, দৃষ্টিহীনদের জন্য ব্যবহৃত 'ব্রেইল' শব্দকোষের মতো করেই এই চিহ্নগুলি দেওয়া থাকে। এরফলে, শুধু সাধারণ মানুষই নয়, একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের পক্ষেও আসল ও নকল নোট চিনে নেওয়ার কাজটা সহজ হয়ে গেছে।

Read More