ওয়েব ডেস্ক: এই প্রথম উইনডোজ স্মার্টফোন নিয়ে এল লাভা ইন্টারন্যাশানাল মোবাইল কোম্পানি। আমরা সাধারণত মাইক্রোসফট মোবাইলে উইনডোজ অপারেটিং সিস্টেম পায়ে থাকি। কিন্তু বেশ কম দামে আপনি পেতে চলেছেন আইরিশ উইন ওয়ান।
উইনডোজের সর্বশেষ সংস্করণ উইনডোজ ৮.১ ও কোয়াড কোর 1.2GHz কোয়ালাকম স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে লাভার নতুন প্রোডাক্টে। এছাড়াও পাবেন, ১ জিবি র্যাম, ৮ জিবি মেমরি। তবে ৩২ জিবি পর্যন্ত মেমরি ব্যবহার করতে পারবেন। ৪ ইঞ্চি ডিসপ্লে সহ ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও .৩ ফ্রন্ট মেগাপিক্সেল রয়েছে এই মোবাইলে। ডুয়েল সিম ও পাবেন।
আগামীকাল একমাত্র ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন লাভার আইরিশ উইন ওয়ান। দাম মাত্র ৪,৯৯৯ টাকা।