জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নীতা আম্বানির 'ইন্ডিয়াস মেট গালা'(India’s Met Gala) এবার নিউ ইয়র্কের বিখ্যাত লিঙ্কন সেন্টারে। আমন্ত্রিত অতিধিদের জন্য থাকছে আম্বানিদের জন্য তৈরি বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার তাঁতের বিশাল সম্ভার। সঙ্গে শেখ বিকাশ খন্নার তৈরি খাবার।
পোশাকি নাম, 'নীতা মুকেশ আম্বানি কালচার সেন্টার'(NMACC)। এই সংস্থার যাত্রা শুরু হয়েছে ২০২৩ সালে। তবে এই সংস্থার আয়োজিত অনুষ্ঠানটি ইন্ডিয়াস মেট গালা'(India’s Met Gala) নামে বেশি পরিচিত। রেড কার্পেটে হেঁটেছেন শাঙরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাসের মতো তারকারা।
সংস্থা প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা আম্বানি জানিয়েছেন, 'এবছর নীতি মুকেশ আম্বানি কালচালরাল সেন্টার ইন্ডিয়া উইকএন্ড অনুষ্ঠিত হতে চলেছে নিউ ইয়র্কে! ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা হবে বিশ্বব্যাপী। আমরা সবসময়ই চেয়েছি, বিশ্বের সেরাটা ভারতকে দেখাব এবং ভারতের সেরাটা বিশ্বের কাছে নিয়ে যাব। সেই লক্ষ্যেই এই বিশেষ উইকএন্ডটি প্রথম পদক্ষেপ হতে চলেছে। ভারতের ঐতিহ্য উদযাপন করা হবে বিশ্বের অন্য়তম সেরা মঞ্চ লিঙ্কন সেন্টারে। নিউ ইয়র্ক ও গোটা বিশ্বের সঙ্গে ভারতকে তুলে ধরতে পেরে আমি খুবই আনন্দিত'।
এবারের ইন্ডিয়াস মেট গালা'য় থাকছে ‘Great Indian Bazaar’। স্রেফ ফ্যাশন ও টেক্সাইল নয়, ভারতের নাচ, যোগ ও মিউজিকের সঙ্গেও পরিচিত হবে অতিথি। মিউজিক্যাল ইভেন্টটি পরিচালনা করছেন ফিরোজ আব্বাস খান। সঙ্গে থাকছেন অজয় অতুল, ময়ুরী উপাধ্যায়. বৈভবী মার্চেন্ট, সমীর ও আর্শ টান্না। পোশাক তৈরি করছেন মণীশ মালহোত্রা। বিদেশে মাটিতে প্রথম 'ইন্ডিয়াস মেট গালা' পারফর্ম করবেন শঙ্কর মহাদেবন, শ্রেয়া ঘোষাল, রিষব শর্মার মতো তারকারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)