জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগপুরের পতঞ্জলি মেগা ফুড অ্যান্ড হারবাল পার্ক কেবল কৃষকদের জন্যই উপকারী নয় বরং সাধারণ মানুষদের কর্মসংস্থানও তৈরি করবে। প্রাথমিক পর্যায়ে দেখতে গেলে এই পার্কটি ইতিমধ্যেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। ভবিষ্যতে, এই সংখ্যা ১০,০০০-এ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
উন্নত যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত এই পার্কটি ফল ও সবজি প্রক্রিয়াজাত করে বিভিন্ন পণ্য তৈরি করবে। বিশ্বব্যাপী এই পণ্যের চাহিদা বিবেচনা করে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
কৃষকরাও এই উদ্যোগে উপকৃত হবেন কারণ পতঞ্জলি তাদের উৎপাদিত পণ্য সরাসরি কিনবে, যা তাদের জন্য একটি স্থায়ী এবং ন্যায্য দামের বাজার তৈরি করবে। তারা জৈব চাষ এবং মাটি পরীক্ষার ক্ষেত্রেও সহায়তা পাবে।
এই মেগা ফুড পার্ক নাগপুর এবং সমগ্র অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
[এই প্রতিবেদনটি IndiaDotCom Pvt Lt-এর কনজিউমার কানেক্টেড একটি উদ্যোগ। জি ২৪ ঘণ্টা ডিজিটাল সম্পাদকীয় বিভাগ প্রতিবেদনের বক্তব্যের জন্য দায়বদ্ধ না।]
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)