ওয়েব ডেস্ক: খাবার আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। শুধু শরীর সুস্থ রাখতেই নয়, খাবার আমাদের মানসিক সুস্থতার জন্যেও খুবই প্রয়োজনীয়। পছন্দ মতো খাবার খেলে আমাদের মন ভালো থাকে। তাই শুধুমাত্র শরীরকে সুস্থ রাখার জন্যই নয়, খাবার খান ভালোবেসে।
অনেক মানুষ আছেন যাঁরা রান্না করতে ভালোবাসেন। রোজ রোজ নতুন নতুন রেসিপি ট্রাই করেন। আপনিও যদি রান্না করতে এবং খেতে আর প্রিয়জনদের খাওয়াতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য রইল আজ একটি বিশেষ রেসিপি। ‘ক্রিসপি চিকেন’।
চিকেন খেতে ছোট বড় সকলেই ভালোবাসে। তাহলে কেন রোজ একঘেয়ে চিকেনের রেসিপি খাবেন? ট্রাই করে দেখুন ‘ক্রিসপি চিকেন’। নিচের ভিডিও থেকে শিখে নিন।