Home> লাইফ স্টাইল
Advertisement

This girl rejected 7000 crore offer by Ratan Tata: রতন টাটাকে প্রত্যাখান! ফেরান ৭০০০ কোটির অফার, জলকে 'সোনা'য় বদলান 'জাদুকরী' এই মেয়ে...

Jayanti Chauhan rejected Ratan Tata's 7000 crore offer: ফিরিয়েছেন রতন টাটার অফার। মুকেশ আম্বানিকেও দিচ্ছেন 'টাফ কম্পিটিশন'। মার্কেট বিশেষজ্ঞরা বলেন, জয়ন্তী যেন জলকে 'সোনা'য় বদলে দিয়েছেন! 

This girl rejected 7000 crore offer by Ratan Tata: রতন টাটাকে প্রত্যাখান! ফেরান ৭০০০ কোটির অফার, জলকে 'সোনা'য় বদলান 'জাদুকরী' এই মেয়ে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রতন টাটা (Ratan Tata) তাঁকে অফার করেছিলেন ৭০০০ কোটি টাকা! কিন্তু তিনি টাটার সেই অফার লুফে নেওয়ার পরিবর্তে বরং তা ফিরিয়ে দেন (Rejected 7000 crore offer)। আর আজ সেই মেয়ের হাত ধরেই জল বদলে যাচ্ছে 'সোনা'য়! শুধু তাই নয়, এই মেয়ে এখন বেশ কঠিন প্রতিদ্বন্দ্বী কোটিপটি মুকেশ আম্বানিরও। তাঁকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন এই মেয়ে...

টাটার প্রস্তাব ফেরানো এই মেয়ে কে?

তিনি জয়ন্তী চৌহান (Jayanti Chauhan)। বিসেলেরির (Bisleri) প্রতিষ্ঠাতা রমেশ চৌহানের একমাত্র মেয়ে। বর্তমানে বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারপারসন জয়ন্তী চৌহান। বিসলেরি সাম্রাজ্যের  উত্তরাধিকারী তিনি। নিঃসন্দেহে বিসেলরি ভারতে 'প্যাকেজড ওয়াটার'-এর ক্ষেত্রে সবচেয়ে বড় নাম। মানুষের প্রথম পছন্দের ব্র্যান্ডও বটে। প্রতিযোগিতায় বিসলেরি অনেক পিছনে ফেলে দিয়েছে তার প্রতিদ্বন্দ্বী কিনলে, অ্যাকোয়াফিনা, কিংফিশার, হিমালয়ান, বেইলে, কিউইউএ, পতঞ্জলি ও আরও অনেককে। কিন্তু এই বাজার দখল ও বিপুল লাভের মুখ দেখার এই অঙ্ক ও জার্নিটা এত সোজা ছিল না।

৭০০০ কোটির অফার রতন টাটার!

রমেশ চৌহান সত্তরের দশকে বিসলেরি ব্র্যান্ডের প্রতিষ্ঠা করেন। কিন্তু প্রথমদিকে লাভের মুখ দেখতে ব্যর্থ হন তিনি। ক্ষতির মুখে পড়ে একসময় ধুঁকতে শুরু করে বিসলেরি। সেইসময় ২০২১ সাল নাগাদ বিসলেরি (Bisleri) ব্র্যান্ড কিনে নেওয়ার কথা হয় টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (TCPL)-এর। এজন্য টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা (Ratan Tata) বিসলেরি ইন্টারন্যাশনালের  প্রতিষ্ঠাতা রমেশ চৌহানকে ৭০০০ কোটি টাকার প্রস্তাব দেন। প্রসঙ্গত, রতন টাটা এরকম অনেক রুগ্ন কোম্পানিকে কিনে সেগুলিকে লাভজনক সংস্থায় রূপান্তরিত করেছিলেন। প্রায় ২ বছর ধরে আলোচনার পর, ২০২৩-এ টাটার সঙ্গে চুক্তি যখন প্রায় চূড়ান্ত, তখনই তা ভেস্তে যায়। 

fallbacks

বাবার হাত থেকে দায়িত্ব নিল মেয়ে, ঘুরে দাঁড়াল বিসলেরি!

যার পিছনে একমাত্র কারণ রমেশ চৌহানের মেয়ে জয়ন্তী চৌহান (Jayanti Chauhan)। রতন টাটার ৭০০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে জয়ন্তী চৌহান নিজে বিসলেরি পরিচালনার সিদ্ধান্ত নেন। মেয়ের হাতে কোম্পানি ছে়ড়ে সরে দাঁড়ান রমেশ চৌহানও। জয়ন্তী চৌহানের তীক্ষ্ণ বুদ্ধি ও ক্ষুরধার নেতৃত্বে ফের ঘুরে দাঁড়ায় বিসলেরি। ফলে চৌহান পরিবারের হাতেই থেকে যায় বিসলেরি। শুধু ঘুরে দাঁড়ানোই নয়, জয়ন্তী চৌহানের নেতৃত্বে বিপুল লাভের মুখ দেখে বিসলেরি। মার্কেট বিশেষজ্ঞরা বলেন, জয়ন্তী যেন জলকে 'সোনা'য় বদলে দিয়েছেন! 

আরও পড়ুন, New Baba Vanga's Doomsday Prediction: ৫ জুলাইয়ের ভবিষ্যদ্বাণী! ৩৭ লাখ মানুষের মৃত্যু... আড়াই কোটি ঘরছাড়া... ভয়ংকর দুর্যোগে ভয়াবহ বিপর্যয়...

আরও পড়ুন, 7-Eleven employee death: তর্কাতর্কি হতেই কর্মীর বুকে চড়ে বসেন ম্যানেজার! শ্বাস বন্ধে 'ব্রেইন ডেথ' ২৪-র তরুণীর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More