নিজস্ব প্রতিবেদন: সরকারি কর্মীদের জন্য সুখবর। তাঁদের জন্য নতুন প্রকল্প আনল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Bank of India- BOI)। সরকারি কর্মীদের জন্য আনা হয়েছে 'স্যালারি প্লাস অ্যাকাউন্ট স্কিম' (Salary Plus Account Scheme)। এই প্রকল্পে ১ কোটি টাকা পর্যন্ত সুযোগ-সুবিধা পেতে পারেন সরকারি কর্মীরা।
স্যালারি প্লাস অ্যাকাউন্ট স্কিম
ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তিন ধরনের স্যালারি অ্যাকাউন্টের সুবিধা পাবেন সরকারি কর্মীরা। আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মচারি, কলেজ ও সরকারি আওতাধীন কর্মীদের জন্য রয়েছে এই সুবিধা।
এই অ্যাকাউন্টের গ্রাহকের জন্য রয়েছে ৩০ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা। বিমানে সফররত অবস্থায় মৃত্যু হলে ১ কোটি টাকা পর্যন্ত বিমা সুরক্ষা রয়েছে এই প্রকল্পে।
A custom-made scheme specially crafted for Government employees!
— Bank of India (@BankofIndia_IN) September 11, 2021
BOI presents Salary Plus Account Scheme
For details,
contact us on 1800 103 1906 or Visit https://t.co/hjQfbXn3I4 pic.twitter.com/M9z76cmigB
আরও পড়ুন- Hilsa Catch: বাঙালির পাতে মাত্র ২৫০ টাকায় ইলিশ! আপনারও কি চাই?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)