Home> লাইফ স্টাইল
Advertisement

মকর রাশির কেমন যাবে ২০১৫? জানাচ্ছেন জ্যোতিষ সন্দীপ কোচার

২২ ডিসেম্বর-২০ জানুয়ারি

মকর রাশির কেমন যাবে ২০১৫? জানাচ্ছেন জ্যোতিষ সন্দীপ কোচার

মকর: ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি

মকর রাশি পক্ষে এই বছর বিয়ের জন্য খুব ভাল। যারা বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। বৃহস্পতি কর্কট রাশির ঘরে প্রবেশ করছে। ফলে সপ্তম ঘরে বৃহস্পতির প্রভাবে প্রেমের সম্পর্কে বিয়েতে পরিণতি পেতে পারে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই বছর শুরু করতেই পারেন। প্রথম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকায় এই বছর ভাগ্য ভাল থাকবে। জ্ঞান বাড়বে। সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়বে।

বৃশ্চিক রাশির ঘরে শনি অবস্থান করায় দায়িত্ব বাড়বে, পরিশ্রম বাড়বে। লাভের মুখ দেখতে কিছুটা দেরি হতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে লাভ আসবে। বড় দিদি, দাদা, বন্ধু ও পরিচিতদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। লক্ষ্য ও ইচ্ছাপূরণে দেরি হলেও সাফল্য আসবে। তবে স্বাস্থ্য খুব ভাল থাকবে, আত্মবিশ্বাস বাড়বে।

বছরের দ্বিতীয় ভাগে বৃহস্পতি সিংহ রাশির ঘরে প্রবেশ করবে। অষ্টম ঘরে বৃহস্পতির প্রভাবে জীবনে হঠাত্‍ করে কিছু পরিবর্তন আসতে পারে। জ্যোতিষ ও মনোবিদ্যায় উত্‍সাহ আসতে পারে।

 

Read More