Home> লাইফ স্টাইল
Advertisement

আজ সরস্বতী পুজো, শীতের হাল্কা আমেজে বাগদেবীর আরাধনায় মেতেছে বাঙালি

শীতের হাল্কা আমেজ গায়ে মেখে বাগদেবীর আরাধনায় মেতেছে সমগ্র বাঙালি কূল।

আজ সরস্বতী পুজো, শীতের হাল্কা আমেজে বাগদেবীর আরাধনায় মেতেছে বাঙালি

নিজস্ব প্রতিবেদন: মহামাঘের শুক্লাপঞ্চমী। আজ সরস্বতী পুজো । শীতের হাল্কা আমেজ গায়ে মেখে বাগদেবীর আরাধনায় মেতেছে সমগ্র বাঙালি কূল। সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা । তাই স্বাভাবিকভাবেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভক্তি একটু বেশি। এরই পাশাপাশি শিল্পের জগতের সঙ্গে যুক্ত অনেক সেলিব্রিটিও সুরের দেবীর আরাধনা করছেন। এখানেই শেষ নয়, সরস্বতী বন্দনা রাজনৈতিক মহলেও।

আরও পড়ুন : উত্তুরে হাওয়ায় জতুগৃহ দমদমের গোরাবাজার, সাত ঘণ্টার চেষ্টাতেও বাগে আসছে না আগুন

তাছাড়া, সরস্বতী পুজো বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন ডে । সমগ্র বাঙালি কূল এই দিনটাকেই প্রেমের দিন হিসেবে পালন করে থাকে। তাই এইদিন স্কুল-কলেজে অন্য ধরণের এক উন্মাদনাও চোখে পড়ছে।

আরও পড়ুন : কোন সাজ-পোশাকে অফিস গেলে সকলের নজর কাড়তে পারবেন পুরুষরা, জেনে নিন

Read More