Home> লাইফ স্টাইল
Advertisement

Sawan 2025: এবারের শাওন মাস কবে থেকে শুরু? কবে পড়ছে প্রথম শ্রাবণ সোমবার? জেনে নিন শাওনের তাৎপর্য এবং এর গোপন রহস্য...

Sawan Somvar 2025 Date: শ্রাবণ মাসের প্রথম সোমবার ২১ জুলাই। দ্বিতীয় সোমবার ২৮ জুলাই, তৃতীয় ৪ অগস্ট এবং চতুর্থ তথা শেষ সোমবার পড়ছে ১১ অগস্টে। শ্রাবণ মাস শেষ হবে-- ১৭ অগস্টে। এর ঠিক আগের দিন, ১৬ অগস্ট পালিত হবে জন্মাষ্টমী।

Sawan 2025: এবারের শাওন মাস কবে থেকে শুরু? কবে পড়ছে প্রথম শ্রাবণ সোমবার? জেনে নিন শাওনের তাৎপর্য এবং এর গোপন রহস্য...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রাবণ মাস মানেই তা ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ, কেননা, তা শিবের মাস (Lord Shiva)। প্রতি শ্রাবণমাসের ক্ষেত্রেই ঘটনাটা এরকম। সকলেই জানতে চান, কবে শাওন মাসের (Sawan 2025) শুরু, কবে শেষ, ক'টা সোমবার পড়ছে, প্রথম সোমবার (Sawan Somvar 2025 Dates) কবে, কী কী করতে হবে ইত্যাদি ইত্যাদি। 

আরও পড়ুন: China Water Bomb: বিশ্বের বৃহত্তম 'ওয়াটার বম্ব' নিয়ে ভারত আক্রমণ চিনের? উদ্বিগ্ন দেশ, আতঙ্কে অরুণাচল! কীভাবে গোপনে তৈরি করল চিন?

দিনতারিখতিথিনক্ষত্র

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শুরু আগামী ১৮ জুলাই থেকে। তবে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে আগামী ১৬ জুলাই থেকে। শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে ২১ জুলাই। দ্বিতীয় সোমবার ২৮ জুলাই, তৃতীয় সোমবার পালিত হবে ৪ অগস্ট এবং চতুর্থ তথা শেষ সোমবার পড়ছে ১১ অগস্ট। শ্রাবণ মাস শেষ হবে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এরও কিছুদিন পরে-- ১৭ অগস্ট। শ্রাবণ শেষ হওয়ার ঠিক আগের দিন, ১৬ অগস্ট পালিত হবে জন্মাষ্টমী।

আরও পড়ুন: Shani in Sawan 2025: শাওনমাসে শিবের আশীর্বাদ কি মিলবে, শনি যে বেঁকে বসেছেন! যে কয়েকটি রাশিকে শ্রাবণে খুবই সাবধানে থাকতে হবে!

শ্রাবণ সোমবার

গোটা শাওন মাসই খুব পবিত্র। তবে ভক্তের মনে বিশেষ স্থান পায় সোমবার। এর মধ্যে আবার প্রথম সোমবার তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে ২১ জুলাই। ২১ জুলাই দিনটি এমনিতেই খুব ভিড়ভাট্টার দিন, অন্তত বাংলার প্রেক্ষিতে রাজনৈতিক ভাবেও খুব গুরুত্বপূর্ণ। তা, এমন একটা দিনে প্রথম সোমবার পড়েছে এবারে। 

শ্রাবণ সোমবারে মহাদেবের জলাভিষেক

এর মধ্যে আবার শ্রাবণ সোমবারে মহাদেবের জলাভিষেক খুব গুরুত্বপূর্ণ। কোন কোন জিনিস দিয়ে শ্রাবণ সোমবারে মহাদেবের অভিষেক করবেন, জানেন?

শিবলিঙ্গে জল দিন! জল ঢালার সময়ে তাতে দুধ-চিনি মিশিয়ে নিলে ভালো ফল মেলে

সুগন্ধী মিশ্রিত জল দিয়েও শ্রাবণের সোমবারে শিবলিঙ্গের অভিষেক করা যেতে পারে। এতে রোগের আশঙ্কা দূর হবে

আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়

শ্রাবণ সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে তুষ্ট হন মহাদেব
এর ফলে তিনি ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন

শ্রাবণের প্রতি সোমবারে ঘি ও মধু দিয়ে মহাদেবের অভিষেক করা খুব শুভ

সর্ষের তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করা যেতে পারে, এতে শত্রুনাশ হয়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More