Home> লাইফ স্টাইল
Advertisement

RathYatra Special Ornaments:জয় জগন্নাথ বলে সোনা আনুন ঘরে! রথযাত্রা স্পেশ্যাল এবার গয়নাতেও...

দেশের বাইরে সংঘাতের আঁচ কিছুটা হলেও সোনার দামের ওপর পড়েছে। কমেছে সোনার দাম। সামনেই রথযাত্রা,এই সুবাদে কিছু সোনা নিজের ঘরেও আনুন। এই উপলক্ষ্য়ে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস আনল বিশেষ ডিজাইনের গয়না। গয়নায় রয়েছে জগন্নাথদেবের মূর্তি এবং রথ। এই গয়নায় ফুটে উঠেছে রথযাত্রার জাঁকজমক। 

RathYatra Special Ornaments:জয় জগন্নাথ বলে সোনা আনুন ঘরে! রথযাত্রা স্পেশ্যাল এবার গয়নাতেও...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের বাইরে সংঘাতের আঁচ কিছুটা হলেও সোনার দামের ওপর পড়েছে। কমেছে সোনার দাম। সামনেই রথযাত্রা,এই সুবাদে কিছু সোনা নিজের ঘরেও আনুন। এই উপলক্ষ্য়ে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস আনল বিশেষ ডিজাইনের গয়না। গয়নায় রয়েছে জগন্নাথদেবের মূর্তি এবং রথ। এই গয়নায় ফুটে উঠেছে রথযাত্রার জাঁকজমক। 

সংস্থার ডিরেক্টর জয়িতা সেন জানান, এই গয়না ঐতিহ্য় ও আধুনিকতার মেলবন্ধন। এই বিশেষ নকশা দক্ষ কারিগর দিয়ে তৈরি হয়েছে। সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডসের এমডি ও সিইও শুভঙ্কর সেন জানিয়েছেন,রথযাত্রা উদযাপনে আকর্ষণীয় ছাড়ও রয়েছে। গ্রাহকরা প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাবেন ৫০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়া ১৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে হীরের গয়নার ওপর। আর ভাবছেন পুরনো গয়না ভেঙে নতুন গয়না গড়াবেন? সেখানেও মজুরিতে মিলবে ১০ শতাংশ ছাড়। এমনকি  যে দামে গয়না বুকিং করবেন, সেই দাম যদি ডেলিভারির সময় বেড়েও যায়, ক্রেতারা পুরনো দামেই পাবেন।

 

 

 

 

Read More