ওয়েব ডেস্ক: চক অ্যান্ড ডাস্টার নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করলে, একটু আধটু ঠাণ্ডা লাগবে না! হ্যাঁচ্চো আসবে না! ঠিক সেই কারণেই খুবই হাঁচছিলেন, অ্যাকট্রেস জুহি চাওলা। প্রাণ একেবারে ওষ্ঠাগত কয়ামত সে কয়ামত তক গার্লের।
কী করবেন? আবার শুটিংয়ের সেট থেকে ডাক্তার খানায় যাবেন! তাতেও যে হ্যাঁপা অনেক। না, খুব কষ্ট পেতে হয়নি জুহি চাওলাকে। ডাক্তার যে তাঁর হাতের কাছেই!
ডক্টর শাবানা আজমি। একটু শর্দি-কাশি, হাঁচির জন্য তিনিই যথেষ্ঠ। তাই শাবানা আজমিই জুহিকে দিলেন টোটকা। বললেন, একটু হলুদ জল গরম করে খেয়ে নিতে। বাধ্য মেয়ের মতো তাই খেয়ে নিলেন জুহি। ব্যাস, কাশি, হাঁচি একবারে গায়েব। ডাক্তারের বন্দনায় এবার পেশেন্ট।
আসলে শাবানা আজমি, জুহি চাওলা, দিব্যা দত্তরা এখন শুটিং করছেন চক অ্যান্ড ডাস্টার ফিল্মে। সেখানেই ঘটেছে এমন ঘটনা। সেটে এখন ছোটখাটো রোগে পড়লে সবাই ছুটছেন শাবানা আজমির কাছেই!