Home> লাইফ স্টাইল
Advertisement

সহজ ফ্রুট সালাড

শীত চলে গিয়ে গরম পড়ছে। হাওয়া বদলের জেরে অসুস্থ হচ্ছেন অনেকেই। এই সময় সুস্থ থাকতে ফল খাওয়া খুব জরুরি।

সহজ ফ্রুট সালাড

ওয়েব ডেস্ক: শীত চলে গিয়ে গরম পড়ছে। হাওয়া বদলের জেরে অসুস্থ হচ্ছেন অনেকেই। এই সময় সুস্থ থাকতে ফল খাওয়া খুব জরুরি।

কী কী লাগবে-

কলা-১টা(ছোট ছোট টুকরোয় কাটা)
স্ট্রবেরি-২টো(স্লাইস করা)
কমলা-১টা(খোসা ছাড়ানো)
মেলন-২ চা চামচ(ছোট ছোট টুকরোয় কাটা)
আঙুর-১০,১২টা
মধু-১ চা চামচ

কীভাবে বানাবেন-

সব ফল একসঙ্গে মেশান। মধু ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন।

 

Read More